সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়ায় জয়ের হাতছানি দেখেও শেষ পর্যন্ত আর তার দেখা মেলেনি শ্রীলঙ্কার। সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে ৩৬০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় বাগিয়ে এনেছিল স্বাগতিকরা।
সেই জয়ের ধারা অব্যাহত রইল লঙ্কানদের সিরিজের তৃতীয় ম্যাচে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে তারা জয় পেয়েছে ৬ উইকেটে। এতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ এগিয়ে গেল স্বাগতিকরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের অপরাজিত ৭০, অ্যারন ফিঞ্চের ৬২, অ্যালেক্স ক্যারির ৪৯, গ্লেন ম্যাক্সওয়েলের ৩৩ ও মার্নাস ল্যাবুশেনের ২৯ রানে ভর করে লঙ্কানদের সামনে ৬ উইকেটের খরচায় ২৯১ রানের পুঁজি জোগাড় করে অস্ট্রেলিয়া।
১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ সেই ধারা ধরে রাখা সম্ভব হয়নি শ্রীলঙ্কার পক্ষে। দলীয় ৪২ রানে ব্যক্তিগত ২৫ রান করে সাজঘরের পথ ধরেন নিরোশান ডিকভেলা।
তবে তাতে খেই হারায়নি লঙ্কানরা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ২২ গজে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা। গড়েন ১৭০ রানের জুটি।
৮৫ বলে ৮৭ রান করা মেন্ডিস আঘাত পেয়ে মাঠ ছাড়লেও উইকেটে থিতু হয়ে বসে রানের চাকা সচল রাখেন নিশাঙ্কা। সেই সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
১৪৭ বল খেলে ১৩৭ রান করে যখন বিদায় নেন দল তখন জয়ের দোরগোরায়।
এরপর বাকি কাজটা সারেন চারিথ আশালঙ্কা ও চামিকা কারুনারত্নে মিলে। দলকে ৬ উইকেটের জয় এনে দিয়ে বিদায় নেন মাঠ থেকে।