ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বের হতে পারছে না জাতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নাকানিচুবানি খাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাজেহাল হতে হয়েছে টাইগারদের। ৫ সেশনেরও বেশি সময় বাকি থাকতে সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা।
অ্যান্টিগা টেস্টে টাইগার বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দিন শেষে সব ম্লান হয়ে গেছে ব্যাটারদের বাজে পারফরম্যান্সে। জেমি সিডন্সের মতো কোচ কোচিং প্যানেলে থাকার পরও কেন ব্যাটারদের এমন দৈন্যদশা?
বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন আত্মবিশ্বাসের ঘাটতির কথা।
হেড কোচের সঙ্গে পুরোপুরি একমত নন সাকিব আল হাসান। টেস্ট অধিনায়কের মতে, খেলোয়াড়দের মানসিক সমস্যার পাশাপাশি টেকনিক্যাল দিকেও সমস্যা রয়েছে। যে কারণে ভালো কিছু দেয়ার সামর্থ্য থাকলেও সেটি সম্ভব হচ্ছে না ক্রিকেটারদের পক্ষে।
ম্যাচ শেষে রোববার রাতে সংবাদসম্মেলনে সাকিব বলেন, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। দক্ষ খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। দলে যারা আছে সবার টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে। ক্রিজে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ব্যক্তিগতভাবে করা সম্ভব।’
এই বিষয়টি নিয়ে অধিনায়ক হিসেবে তার কিছু করার নেই বলে জানান বাঁহাতি এই অলরাউন্ডার। টেকনিক্যাল বিষয়গুলো কোচের দেখার বিষয় আর অধিনায়ক হিসেবে নিজের কাজের বাইরে অন্য কোনো কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দেন সাকিব।
তিনি বলেন, ‘এটা তো আসলে আমার আলোচনার বিষয় না। কোচের আলোচনা করার বিষয়। আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলেতো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করব। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’