বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলের ভেতরের খবর পাচ্ছেন না পাপন

  •    
  • ১৯ জুন, ২০২২ ১৭:১৮

উইন্ডিজ সফরে দলের সঙ্গে নেই খালেদ মাহমুদ বা জালাল ইউনূস। যে কারণে দলের ‘ভেতরের’ খবর ঠিকমতো পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাধারণত বিদেশ সফরের সময় জাতীয় ক্রিকেট দলের সফরসঙ্গী হন খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনূস কিংবা দুই জনের একজন। বিশেষ করে গত কয়েকটি সফরে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদের উপস্থিতি ছিল অপরিহার্য।

তবে, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে নেই এ দুইজনের কেউই। যে কারণে দলের ‘ভেতরের’ খবর ঠিকমতো পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার অনেকটা আক্ষেপ নিয়েই সংবাদমাধ্যমকে এমনটা বলেন পাপন। ভেতরের খবর না পাওয়ায় দলের ব্যাটিং ব্যর্থতার কারণ বুঝতে পারছেন না বিসিবি বস।

পাপন বলেন, ‘এবার খালেদ মাহমুদ নেই দলের সঙ্গে। এটা একটা বড় সমস্যা। আসলে যে কী হচ্ছে তা জানতে পারছি না। জালাল ভাইও নেই। সিরিজ চলাকালে কথা বলাও ঠিক না। আমি চাই না ওদের ওপর কোনো চাপ পরুক। প্রথম টেস্ট শেষ হলে সমস্যাগুলো নিয়ে কথা বলব।’

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতাকে সঙ্গী করে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হারের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। টেস্টে ৬ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। বিসিবি প্রধানের চোখ এড়ায়নি বিষয়টি। বিশেষ করে কোভিড বিরতির পর থেকে ব্যাটারদের ফর্মের তারতম্য দেখছেন তিনি।

এমন পারফর্ম্যান্সের পর ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চান পাপন। এরপর ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে।

তিনি বলেন, ‘কোনো মন্তব্য করার আগে ওদের সঙ্গে কথা বলে দেখি।’

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ৩৫ রান। বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের ৭ উইকেট শিকার করা।

এ বিভাগের আরো খবর