পিএসজি ও আর্জেন্টিনার সঙ্গে ব্যস্ত মৌসুম কাটানোর পর ছুটিতে আছেন লিওনেল মেসি। প্যারিস থেকে সপ্তাহখানেকের ছুটি কাটাতে উড়ে গেছেন আর্জেন্টিনায়। সেখান থেকে ফিরেছেন বার্সেলোনায় নিজের বাড়িতে।
ছুটির অবসরে বার্সেলোনার সাবেক সতীর্থ ও কাছের বন্ধু জোর্দি আলবার বিয়েতেও হাজির হন মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেয়া রকুসসোও।
শুধু মেসিই নন, আলবার বিয়ে উপলক্ষে স্পেনের আন্দালুসিয়ায় বসেছিল ফুটবল তারকাদের মেলা। সার্হিও রামোস, কোকে, সেস্ক ফাব্রেগাস ও লুইস সুয়ারেসরা এসেছিলেন আলবার অনুষ্ঠানে। ফলে বিয়ের অনুষ্ঠান পরিণত হয়েছিল লা লিগার বর্তমান ও সাবেক তারকাদের মিলনমেলায়।
মেসি ও রামোস লা লিগায় এক দশকের বেশি সময় রাজত্ব করার পর চলে গেছেন পিএসজিতে। সাবেক বার্সা তারকা ফাব্রেগাস ফ্রান্সে মোনাকোতে খেলেছেন গত মৌসুম। সুয়ারেস ও কোকে খেলেছেন আতলেতিকো মাদ্রিদে।
সব মিলিয়ে প্রিয় বন্ধু ও সতীর্থদের নিয়ে আমুদে পরিবেশেই বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেন আলবা। দীর্ঘদিনের সঙ্গী রোমারে ভেঞ্চুরার সঙ্গে আংটি বদলসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন বার্সেলোনার এ লেফট ব্যাক।
অনুষ্ঠানের এক ফাঁকে একসঙ্গে বেশ কিছু ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুয়ারেস, ফাব্রেগাসরা।