সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় লিডের ইঙ্গিত দিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ১৫৯ রান। স্বাগতিকদের লিড ৫৬ রানের।
৭৫ রানে ক্রিজে রয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট। উইকেটের অপরপ্রান্তে তাকে ৯ রানে সঙ্গ দিচ্ছেন জারমেইন ব্ল্যাকউড।
২ উইকেটে ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন উইন্ডিজের রানের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি সফরকারী বোলারদের পক্ষে।
ফলে অল্প সময়ের লিড পায় ক্যারিবীয়রা। দলকে লিড এনে দেয়ার পথে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ব্র্যাথওয়েইট। এরপর বোনারকে সঙ্গে নিয়ে ব্যাট চালানো শুরু করেন সেঞ্চুরির দিকে।
কিন্তু দিনের দ্বিতীয় ঘণ্টাতেই ব্রেক থ্রু আনেন সাকিব। এনক্রুমাহ বোনারকে সরাসরি বোল্ড করে পতন ঘটান ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের। সাকিবের বলে স্টাম্প হারিয়ে মাঠ ছাড়ার আগে বোনারের ব্যাট থেকে আসে ৩৩ রান।
এরপর আর মধ্যাহ্ন বিরতির আগে উইন্ডিজের আর কোনো উইকেট তুলে নেয়া সম্ভব হয়নি বাংলাদেশি বোলারদের পক্ষে।