বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০২৬ বিশ্বকাপের ১৬টি ভেন্যু চূড়ান্ত

  •    
  • ১৭ জুন, ২০২২ ১৬:২৬

কাতার বিশ্বকাপ ৩২ দেশ নিয়ে পাঁচটি শহরের মোট আটটি ভেন্যুতে হলেও দেশ ও ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই চার বছর পরের আসরের খেলা হবে মোট ১৬টি ভেন্যুতে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী নভেম্বরে কাতারে। আর এর চার বছর পর যৌথভাবে ফুটবলের এ বিশ্ব আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

আয়োজক দেশের নাম আগে জানালেও শুক্রবার সকালে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফিফা।

তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে ৪৮ দেশ নিয়ে হবে ২০২৬ বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপ ৩২ দেশ নিয়ে পাঁচটি শহরের মোট আটটি ভেন্যুতে হলেও দেশ ও ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই চার বছর পরের আসরের খেলা হবে মোট ১৬টি ভেন্যুতে।

যুক্তরাষ্ট্রের ১১টি শহরে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজিত হবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল।

অন্য দুই দেশ কানাডা থেকে দুটি ও মেক্সিকো থেকে বাছাই করা হয়েছে তিনটি শহর। কানাডা থেকে ভ্যানকুভার ও টরন্টো আর মেক্সিকো থেকে নির্বাচন করা হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

১৯৯৪ সালের ফাইনাল ম্যাচটি হয় লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে। রোজ বোলে এবার খেলা নেই। তার বদলে বেছে নেয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের সো-ফাই স্টেডিয়ামকে।

যুক্তরাষ্ট্রের ভেন্যু

শহর

স্টেডিয়াম

ধারণক্ষমতা

আটালান্টা

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম

৭১,০০০

বোস্টন

জিলেট স্টেডিয়াম

৬৮,৭৫৬

ডালাস

এটিঅ্যান্ডটি স্টেডিয়াম

৮০,০০০

সান ফ্রান্সিসকো

বে এরিয়া লেভিস স্টেডিয়াম

৬৮,৫০০

হিউস্টন

এনআরজি স্টেডিয়াম

৭১,৫০০

কানসাস

অ্যারোহেড স্টেডিয়াম

৭৬,৪১৬

লস অ্যাঞ্জেলেস

রোজ বোল স্টেডিয়াম বা সো-ফাই স্টেডিয়াম

৯০,৮৮৮/৭০,২০০

মায়ামি

হার্ড রক স্টেডিয়াম

৬৫,৩২৬

নিউ ইয়র্ক/নিউ জার্সি

মেটলাইফ স্টেডিয়াম

৮২,৫০০

ফিলাডেলফিয়া

লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ড

৬৯,৭৯৬

সিয়াটল

লুমেন ফিল্ড ৭২,০০০

কানাডা ভেন্যু

শহর

স্টেডিয়াম

ধারণক্ষমতা

টরন্টো

সিয়াটল লুমেন ফিল্ড

৭২,০০০

ভ্যানকুভার

বিসি প্ল্যাস

৫৪,৫০০

মেক্সিকো ভেন্যু

শহর

স্টেডিয়াম

ধারণক্ষমতা

গুয়াদালাহারা

এসতাদিও আকরন

৪৬,২৩২

মেক্সিকো সিটি

আজতেকা স্টেডিয়াম

৮১,০৭০

মন্টেরে

এসতাদিও বিবিভিএ

৫১,৩৪৮

এ বিভাগের আরো খবর