বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধীরলয়ে লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

  •    
  • ১৭ জুন, ২০২২ ০১:০৫

প্রথম ১৫ ওভারেই ক্যারিবীয়দের উইকেট তুলে নিতে ৫ বোলার আনেন টাইগার দলপতি সাকিব। মুস্তাফিজ, খালেদের সাথে আক্রমণে আনেন মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেনকে। সেই সাথে নিজেও আসেন আক্রমণে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাবটা দিতে গিয়ে ব্যাট হাতে কিছুটা ধীরলয়ে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছে তারা। আরেকটু সময় পেলেই তারা বাংলাদেশের স্বল্প পুঁজি পার হতে পারতো। দ্বিতীয় দিনে তারা বড় টার্গেট দিতে পারে, এমন ইঙ্গিত স্পষ্ট।

নিজেদের প্রথম ইনিংসের সূচনায় ১৫ ওভার শেষে বোর্ডে ১৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। তবে ক্যারিবীয়দের এ পর্যন্ত কোনো উইকেট তুলে নিতে সক্ষম হয়নি টাইগার বোলাররা।

পরে দুই উইকেট তুলে নিলেও রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশ। একাধিক সহজ ক্যাচ ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ সহজ করে দিয়েছে।

৪২ রানে উইকেটে আছেন ক্রেইগ ব্রেথওয়েট। ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন নিমিরাহ বুনার।

অ্যান্টিগায় ব্যাট হাতে জাতীয় দলের ব্যাটাররা ক্যারিবীয়দের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও বল হাতে ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর বেশ আগ্রাসী ভূমিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদরা।

নিজেদের প্রথম পাঁচ ওভারে ফিজ ও খালেদের আগুন ঝড়া বোলিংয়ে স্কোরবোর্ডে এক রানও যোগ করতে পারেনি দুই ক্যারিবীয় ওপেনার ব্রেথওয়েট ও ক্যাম্পবেল।

ইনিংসের ৫.৫ ওভার পর্যন্ত ক্যারিবীয়দের রানের খাতা খুলতে দেননি এই দুই টাইগার বোলার। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে ডেডলক ভাঙে স্বাগতিকরা।

চা বিরতির আগ পর্যন্ত ১৫ ওভারে স্কোরবোর্ডে ১৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। এই ১৫ রানের ভেতর ৫ রানই এসেছে অতিরিক্ত রানের সুবাদে।

প্রথম ১৫ ওভারেই ক্যারিবীয়দের উইকেট তুলে নিতে ৫ বোলার আনেন টাইগার দলপতি সাকিব। মুস্তাফিজ, খালেদের সাথে আক্রমণে আনেন মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেনকে। সেই সাথে নিজেও আসেন আক্রমণে।

কিন্তু তাতে রানের চাকায় বাধ সাধলেও উইকেট তুলে নেয়া সম্ভব হচ্ছিল না টাইগারদের।

মুস্তাফিজ নিজের প্রথম ৫ ওভারের ভেতর মেইডেন নেন ৪ ওভার। আর খালেদ ৩ ওভার মেইডেন পান প্রথম ৫ ওভারে। ৩ ওভার করে দুইটি মেইডেন নেন এবাদত।

অপরদিকে সাকিব এক ওভার করে সেটি মেইডেন নিলেও ওভারে ৫ রান দেন মিরাজ। এরপর মুস্তাফিজ ও এবাদত দুটি উইকেট তুলে নিলেও ম্যাচ থেকে যায় ক্যারিবীয়দের কব্জায়।

এ বিভাগের আরো খবর