বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তামিমের ৫ হাজার

  •    
  • ১৬ জুন, ২০২২ ২১:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে অনন্য এই কীর্তি গড়তে তামিমের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচের দ্বিতীয় ডেলিভারিটি মিড উইকেটে ঠেলে দিয়ে তিনবার প্রান্ত বদল করেন তামিম। আর তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখান বাঁহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে অনন্য এক কীর্তি গড়লেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মালিক বনে গেলেন বাঁহাতি এই ওপেনার।

শ্রীলঙ্কা সিরিজেই মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে হাতছানি দিচ্ছিল ৫ হাজারের এলিট ক্লাব। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করলেও সেই ক্লাবের দরজার খুব কাছে দাঁড়িয়ে সিরিজ শেষ করেছিলেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে অনন্য এই কীর্তি গড়তে তামিমের প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। দলের বাকিরা যখন উইকেটের অপর প্রান্তে আসা-যাওয়ায় ব্যস্ত, সে সময় শক্ত হাতে উইকেট আগলে ধরে রেখে দলকে টেনে তুলতে থাকেন তামিম।

ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচের দ্বিতীয় ডেলিভারিটি মিড উইকেটে ঠেলে দিয়ে তিনবার প্রান্ত বদল করেন তামিম। আর এর মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখান বাঁহাতি এই ব্যাটার।

এ বিভাগের আরো খবর