ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে বিশ্বকাপের জন্য রাখা হয়েছে ১ মাসের বিরতি।
চলতি বছর ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২০২৩ সালের ২৮ মে পর্যন্ত। ওইদিন বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে খেলবে মাঝ টেবিলের দুই দল ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল।
পরদিন অনুষ্ঠিত হবে ৭টি ম্যাচ। এর মধ্যে থাকছে বড় দুই দল লিভারপুল ও চেলসি। এভারটন ও চেলসির ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১০টায়। ফুলহ্যাম আর লিভারপুলের খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
নিজ মাঠে শিরোপাপ্রত্যাশী টটেনহ্যাম হটস্পার লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। এ ম্যাচটি শুরু হচ্ছে রাত ৮টায়।
৭ আগস্ট রোববার নামছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে ওইদিন রাত সাড়ে ৯টায়। ওয়েস্ট হ্যামের মাঠে নামছে পেপ গার্দিওলার দল।একই দিন সাবেক হেভিওয়েট ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে সন্ধ্যা ৭টায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলবে।