ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের পক্ষে খেলার সময় চোট পেয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন কিমার রোচ।
চোট সেরে যাওয়ায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজে ১৩তম খেলোয়াড় হিসেবে ক্যারিবীয় শিবিরে যোগ দেন রোচ।
বাংলাদেশের বিপক্ষে আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ, তবে ডব্লিউআইসিবি জানিয়েছিল, ম্যাচের আগে অভিজ্ঞ এই বোলার ফিট থাকলে বাংলাদেশের বিপক্ষে খেলবেন।
ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পেইস বোলার রোচ। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ থেকেই তাকে দেখা যাবে ক্যারিবীয় শিবিরে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে, তিনি ফিট হয়ে টেস্ট ম্যাচে ফিরছে। তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগান রোচ।
‘২৫০টি উইকেট শিকারের কাছাকাছি অবস্থানে আছেন তিনি। শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও দারুণ এক মানুষ তিনি। আমরা খুবই অনন্দিত; তার অপেক্ষায় আছি।’
অভিজ্ঞ এই বোলার আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি ৭২ টেস্টে ২৪২ উইকেট নেয়ার দুর্দান্ত রেকর্ড গড়েছেন।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৪৩ উইকেট নিয়ে রোচ শীর্ষস্থানীয় উইকেট শিকারিও। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে ৪৮ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।