একটা সময় বাংলাদেশ জাতীয় দলে ছিল স্পিনারদের জয়জয়কার। পেইস বোলার খুঁজে পাওয়া ছিল দুষ্কর। স্পিনারদের ওপর এতটাই নির্ভর ছিল দল যে তাদের সুবিধার জন্য ঘরের মাঠের উইকেট স্পিনবান্ধব করে তোলা হয়েছিল।
সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বোলিং ইউনিটে। জাতীয় দলের পেইস বোলিং ইউনিট বর্তমানে বেশ শক্তিশালী। একঝাঁক তরুণ ও উদীয়মান পেইসার সার্ভিস দিচ্ছেন জাতীয় দলকে।
আর সে সুবাদে পেইস ইউনিটের শক্তিমত্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে রয়েছে পাইপলাইনে থাকা বেশ কিছু পেইসারের উপস্থিতি।
জাতীয় দলের পেইসার আল আমিন হোসেন মনে করছেন বাংলাদেশে বর্তমানে পেইস বোলিংয়ের বিপ্লব চলছে। আর বর্তমান পেইসারদের সক্ষমতা অনেক বেশি বলেও মনে করছেন তিনি।
মিরপুরে অনুশীলন শেষে আল আমিন মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন বাংলাদেশে পেইস বোলিং বিপ্লব চলছে। ৩-৪টা করে পেইস বোলার খেলে। যারা বাইরে আছে তারাও খুব ভালো করছে। ওদের পেইস বোলিংয়ের চেয়ে আমাদের বোলিং অভিজ্ঞতায় অনেক এগিয়ে।’
দেশের বাইরের সিরিজে চাপটা ব্যাটারদের সামলাতে হয় মনে করেন আল আমিন। উইন্ডিজ সিরিজেও এর ব্যতিক্রম হবে না। বাংলাদেশের হয়ে ৭ টেস্ট খেলা আল আমিন মনে করেন ক্যারিবিয়ানে লিটন-তামিমদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
তিনি যোগ করেন, ‘দেশের বাইরে চ্যালেঞ্জ সবসময় ব্যাটারদের। সাউথ আফ্রিকায় পেইসার ও স্পিনাররা ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে ব্যাটাররা ভালো করলে ফল আমাদের পক্ষে আসবে।’