নটিংহ্যাম টেস্টে দুই দলই রান করেছে সমানে সমান। নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মিলে গড়েছে ১ হাজার ৯২ রানের পাহাড়। ট্রেন্টব্রিজে ব্যাটারদের রাজত্বে মনে হতে পারে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২২৪ রানে ৭ উইকেট হারালে ড্র না হয়ে, শেষ দিনের রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় আছে নটিংহ্যাম টেস্ট।
কিউইদের প্রথম ইনিংসের ৫৫৩ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৫৩৯ রানে। নিউজিল্যান্ড ১৪ রান লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২২৪ রান। ফলে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ২৩৮ রানে এগিয়ে তারা।
সোমবার ৪৭৩ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ড হারায় জো রুটকে। ট্রেন্ট বোল্টের শিকার বনে টিম সাউদির হাতে ধরা দিয়ে সাজঘরের পথ ধরতে হয় তাকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৭৬ রান।
দলীয় ৫১৬ রানে রুটের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। কিউই বোলারদের সামনে একেবারেই থিতু হওয়া সম্ভব হয়নি আর কোনো ইংলিশ ব্যাটারের পক্ষে।
শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৫৩৯ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
কিউইদের হয়ে একাই পাঁচ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। মিচেল ব্রেসওয়েল নেন তিনটি উইকেট আর একটি উইকেট যায় ম্যাট হেনরির ঝুলিতে।
চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসটাকে বেশিদূর টানতে পারেনি সফরকারীরা। অধিনায়ক টম লাথাম আউট হলে শক্তভাবেই হাল ধরেছিলেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। দুজনের জুটিতে আসে ১০০ রান।
এরপর জ্যাক লিচের বলে ফিফটি করে কনওয়ে আউট হন। তার ব্যাট থেকে আসে ১০৯ বলে ৫২ রান। ড্যারিল মিচেলের সঙ্গে ভুল-বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান ইয়ং। ১১৩ বলে ৫৬ রান আসে ইয়ংয়ের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের ভরসা হয়ে ক্রিজে আছেন ড্যারিল মিচেল। ৯৫ বলে ৩২ রান করেছেন তিনি। তাকে সঙ্গ দেয়া ম্যাট হেনরি ৮ বলে ৮ রান করে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের বাকি তিনটি উইকেট তুলে জয়ের চেষ্টা করবে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড চেষ্টা করবে উইকেট ধরে খেলতে। তবে দেখার বিষয় ইংল্যান্ড কোন পথে হাঁটে। জয় নাকি ড্র!