বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫২ হাজার কোটি টাকায় আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি

  •    
  • ১৩ জুন, ২০২২ ২২:১০

আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সনি। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার করবে তারা। আর ডিজিটাল স্বত্ব কিনেছে মুম্বাইভিত্তিক ভায়াকমসিবিএস এবং টিভি এইটিনের মধ্যকার যৌথ উদ্যোগে গঠিত ভারতীয় কোম্পানি ভায়াকম এইটিন। ভারতের বাইরেও সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম।

নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো আইপিএলের স্বত্ব বিক্রির প্রথম দিনের নিলাম। রেকর্ড ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে (প্রায় ৫২ হাজার কোটি টাকা) আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সনি। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার করবে তারা। আর ডিজিটাল স্বত্ব কিনেছে মুম্বাইভিত্তিক ভায়াকমসিবিএস এবং টিভি এইটিনের মধ্যকার যৌথ উদ্যোগে গঠিত ভারতীয় কোম্পানি ভায়াকম এইটিন। ভারতের বাইরেও সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজনি স্টার, ভায়াকম-রিলায়েন্স, জি, ফান এশিয়া, সুপার স্পোর্ট, টাইমস ইন্টারনেটের সঙ্গে লড়াই করে স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস।

আইপিএলের সম্প্রচার স্বত্বকে চারটি প্যাকেজে ভাগ করেছে বিসিসিআই। প্যাকেজ এ-তে ছিল ভারতীয় উপমহাদেশের টেলিভিশন স্বত্ব; প্যাকেজ বি-তে ডিজিটাল স্বত্ব, প্যাকেজ সি-তে গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি আয় (ছুটির দিনের ম্যাচ, প্লে-অফ ও ফাইনাল) ও প্যাকেজ ডি-তে রাখা হয়েছে উপমহাদেশের বাইরের স্বত্ব।

নিলামের প্রথম দিন শেষ হওয়া পর্যন্ত, সম্প্রচার স্বত্ব কিনেছে সনি। আর ডিজিটাল স্বত্ব কিনতে ডিজনি স্টারের সঙ্গে লড়াই শেষে জয় পেয়েছে ভায়াকম এইটিনের। আর প্যাকেজ-ডি অর্থাৎ উপমহাদেশের বাইরের স্বত্ব কিনে নিয়েছে ভায়াকম এইটিন।

এ বিভাগের আরো খবর