উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৩ দিনের ম্যাচে কোনো ফল না এলেও ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্স ছিল খেলোয়াড়দের।
তামিম ইকবাল ব্যাট হাতে খেলেছেন ১৬২ রানের অনবদ্য ইনিংস। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ফিফটি। দীর্ঘদিন পর সাদা পোশাকে বোলিংয়ে ফিরে ৩ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
সবমিলিয়ে প্রস্তুতি ম্যাচ শেষে সন্তুষ্ট ছিল টাইগার ক্যাম্প। ম্যাচ শেষে সোমবার ভোরে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন পেইসার এবাদত হোসেন।
তিনি বলেন, ‘আজকে আমরা প্রস্তুতি ম্যাচটা শেষ করলাম। সবার প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা বেশ ভালো করেছে। তামিম ভাই দেড় শ রান করেছেন। শান্ত ফিফটি করেছে। ব্যাটিং অর্ডারটা অনেক ভালো করেছে। বোলিংয়েও আমরা ভালো করেছি। মুস্তাফিজ দলে যোগ দিয়েছে। প্রথম ওভারে ২ উইকেট আর ৫ ওভারে মোট ৩ উইকেট পেয়েছে। তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
দলের সেরা তারকা ও অধিনায়ক সাকিব আল হাসানও স্কোয়াডে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। ম্যাচে তার অংশগ্রহণের সুযোগ না থাকলেও অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
১৬ জুন থেকে শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ।