সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পাত্তা পেল না ভারত। এ ম্যাচেও ৪ উইকেটে জয় বাগিয়ে নিয়েছে সফরকারীরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
চাতাকের বাড়বাটি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দলীয় ৩ রানে সাজঘরের পথ ধরতে হয় ঋতুরাজ গায়কোয়াডকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।
এরপর শ্রেয়াস আয়ারের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ঈষাণ কিষাণ। ২১ বলে ৩৪ রান করে কিষাণের ফেরার মধ্য দিয়ে ভাঙে সেই জুটি।
দুই অঙ্কের রান করতে ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্তও। ৭ বলে ৫ রান করে কেশভ মাহরেজের বলে রাসি ভ্যান ডার ডুসেনের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে ৪০ করে সাজঘরের পথ ধরতে হয় আইয়ারকেও।
শেষদিকে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাউথ আফ্রিকার সামনে ১৪৮ রানের পুঁজি দাঁড় করায় ভারত।জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকাও। ২৯ রানেই তারা হারিয়ে ফেলে তিন উইকেট। সব উইকেটই নেন ভুবনেশ্বর কুমার।
এরপর দলের বিপর্যয় এড়াতে শক্ত হাতে হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা ও এনরিক ক্লসেন। ৩০ বলে ৩৫ রান করেন বাভুমা। অন্যদিকে ৪৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্লসেন। শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।