গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। তবে এখন অবসর ভেঙে আবারও টেস্টে ফিরতে প্রস্তুত তিনি। ম্যানেজমেন্ট চাইলে এ বছরের শেষ দিকে পাকিস্তান সফরে দলে ফিরতে রাজি আছেন তিনি।
পাঁচ দিনের ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়ায় সেপ্টেম্বরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ৬৪ টেস্ট খেলা মঈন।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে মুগ্ধ হয়েছেন মঈন। তাই দলে ফিরতে মরিয়া তিনি। পাকিস্তানে আসন্ন সফরের জন্য প্রস্তুত হবেন বলে বিবিসিকে জানান তিনি।
রোববার মঈন বলেন, ‘যদি ব্রেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই আমি পাকিস্তান সফরে খেলব।’
অতীতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তান সফর করেছেন মঈন। তবে জাতীয় দলের সফরের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মিল নেই বলে মনে করেন তিনি।
মঈন যোগ করেন, ‘আমি কয়েক বছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি। টেস্ট খেলাটা এক নয়। সেখানে আমার পরিবারের শিকড় গাঁথা। ইংল্যান্ড দলের হয়ে ওখানে খেলতে যাওয়াটা দারুণ হবে।’
২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর গিয়েছিল ইংল্যান্ড। ১৭ বছর হয়ে গেল পাকিস্তান সফরে যায় না ইংলিশরা। তাই আগামী সফরটি ঐতিহাসিক হবে বলে জানান মঈন।
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২ হাজার ৯১৪ রান ও ১৯৫ উইকেট নেন ৩৪ বছর বয়সী মঈন।