বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শানাকার তাণ্ডবে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা

  •    
  • ১২ জুন, ২০২২ ১১:৫০

সিরিজ জিতে স্বাভাবিকভাবেই ফেভারিট তকমা নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অজিদের হাতে। কিন্তু সব হিসাব-নিকাশ পাল্টে যায় শেষের ১৮ বলে যখন স্বাগতিকদের জয়ের জন্য দরকার ৫৯ রান। ঝোড়ো ব্যাটিংয়ে ২৫ বলে ৫৪ রান তুলে জয় ছিনিয়ে নেন লঙ্কান অধিনায়ক।

প্রথম দুটি হেরে আগেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়ে গেছে শ্রীলঙ্কার। শেষ ম্যাচে অধিনায়ক দাসুন শানাকার শেষ তিন ওভাবের তাণ্ডবে জয়ের দেখা পায় লঙ্কানরা।

সিরিজ জিতে স্বাভাবিকভাবেই ফেভারিট তকমা নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অজিদের হাতে, কিন্তু সব হিসাব-নিকাশ পাল্টে যায় শেষের ১৮ বলে।

সে সময় স্বাগতিকদের জয়ের জন্য দরকার ছিল ৫৯ রান। ঝোড়ো ব্যাটিংয়ে ২৫ বলে ৫৪ রান তুলে জয় ছিনিয়ে নেন লঙ্কান অধিনায়ক।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

২০ বলে ২৯ রান করে মহেশ থাকসিনার বলে ফিঞ্চ ফিরলে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৩৯ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। তাকেও ফেরান মহেশ থাকসিনার।

অস্ট্রেলিয়ার পক্ষে স্টয়নিসের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৮ রান। এ ছাড়া ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। লঙ্কানদের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মহেশ থাকসিনা।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১২ বলে ১৫ রান করে জশ হ্যাজলউডের বলে সাজঘরে ফেরেন গুনাতিলাকা।

২৫ বলে ২৭ রান করে পাথুম নিশানকা ও ১৯ বলে ২৬ রান করে আশালাঙ্কা আউট হন।

একপর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও হারায় লঙ্কানরা, কিন্তু সেই জায়গা থেকে হাল ধরেন দাসুন শানাকা। ৫ চার ও ৪ ছক্কায় ২৫ বলে ৫৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এ বিভাগের আরো খবর