তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক পাকিস্তান। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয় প্রয়োজন ক্যারিবিয়ানদের। শতকের ২৩ রান দূরে থেকে বাবর আজম ফিরে গেলে কুমার সাঙ্গাকারার অনন্য রেকর্ডটি ছুঁতে পারেননি এই ব্যাটার।
শুক্রবার মুলতান স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে পাকিস্তান ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর ছোড়ে ওয়েস্ট ইন্ডিজকে।
ফাখর জামান ১৭ রানে ফিরে গেলে ইমাম-বাবর দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৮ বলে ১২০ রানের জুটি গড়েন স্বাগতিকরা।
শুক্রবারের ম্যাচে শতক পেলে লঙ্কান ক্রিকেটার সাঙ্গাকারার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা চার শতকের রেকর্ড গড়তেন বাবর। কিন্তু ২৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। সাঙ্গাকারা ২০১৫ বিশ্বকাপে টানা চার শতক পেয়েছিলেন।
চার শতকের রেকর্ড ভাঙতে না পারলেও টানা ছয় ম্যাচে অর্ধশতকের দেখা পেলেন বাবর। দশম ক্রিকেটকার হিসেবে এই রেকর্ডের মালিক তিনি। সর্বশেষ ছয় ম্যাচে চারটি শতক ও দুটি অর্ধশতক পেলেন বাবর।
ইমাম রানআউট হয়ে ফিরলে ভাঙে এই জুটি। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৬ বাউন্ডারিতে ৭২ রান। পাকিস্তান ধাক্কা খায় বাবর আজম আউট হয়ে ফিরে গেলে। ৯৩ বলে ৭৭ রান করে আইউট হন তিনি। তিনি খেলেন ৫টি চার আর ১ ছক্কার মার।
এর পরের ২০ রানে হারাতে হয়েছে ৪টি উইকেট। ২ উইকেট হারিয়ে ১৮৭ রানে থাকা স্বাগতিকদের স্কোর বোর্ড পরিণত হয় ৬ উইকেটে ২০৭ রান।
শাদাব খান ২৩ বলে ২২ রান, খুশদিল শাহ ৩১ বলে ২২ রান, মোহাম্মদ ওয়াসিম ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। আর শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে ৬ বলে ১৫ রানের ইনিংসে ভর করে দলকে ২৭৫ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন ৩টি, আলজেরি জোসেফ ও অ্যান্ডারসন ফিলিপ দুটি করে উইকেট শিকার করেন।