বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুর্কমেনিস্তানের বিপক্ষে শনিবার নামছে বাংলাদেশ

  •    
  • ১০ জুন, ২০২২ ২০:২১

বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে একমাত্র গোলে হারের পরও শিষ্যদের পারফর্মেন্স নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ই-গ্রুপের তুর্কমেনিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বেলা সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।

বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে একমাত্র গোলে হারের পরও শিষ্যদের পারফর্মেন্স নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা।

শুক্রবার দুপুরে ম্যাচের আগে সংবাদসম্মেলনে তিনি বলেন, তার দল তুর্কমেনিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘ফিফা র‌্যাংকিংয়ে শক্তিশালী তুর্কমেনিস্তান ৫৪ ধাপ এগিয়ে থাকলেও শনিবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।’

কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভুঁইয়া বলেন, ‘আমরা অবশ্যই জয় পাব। তবে সে জন্য ম্যাচে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সাহসের সঙ্গে আত্মবিশ্বাসও রয়েছে। তেমনটা করলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

আগের দুই ম্যাচে বাংলাদেশ দলের পারফর্মেন্স ও ফলাফলে সন্তোস প্রকাশ করে অধিনায়ক বলেন, নতুন কোচ দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে দলের চেহারা পাল্টে গেছে। নতুন কোচ যেমন মেধাবী তেমনি খেলোয়াড়দের জন্য দারুণ সহায়ক।

বাংলাদেশ ও তুর্কমেনিস্তান দুই দলই হার দিয়ে বাছাইপর্ব শুরু করেছে। ফিফা র‌্যাংকিংয়ের ১৮৮ তম স্থানে থাকা বাংলাদেশ শক্তিশালী বাহরাইনের কাছে ২-০ গোলে হারের ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। অপরদিকে ১৩৪ তম র‍্যাঙ্কের তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে।২০২২ সালে অংশ নেয়া সর্বশেষ চার আন্তর্জাতিক ম্যাচে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ। এ সময় চারটি গোল হজম করেছে তারা। এর আগে মাত্র একবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ এশিয়ান গেমসের ওই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছিল তুর্কমেনিস্তান।

এ বিভাগের আরো খবর