জয়ের জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ১২০ বলে ২১২ রান। সেই রান পাহাড় হেসেখেলে টপকে গেল সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়ারা জয় পেয়েছে ৭ উইকেটে।
ভারতের করা রানের পাহাড় সাউথ আফ্রিকা টপকে গেছে ৫ বল হাতে রেখেই। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
দিল্লির অরুণ জ্যোতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন দুই ভারতীয় ওপেনার ঈশান কিষান ও ঋতুরাজ গায়কোয়াড়। দুই জনের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৫১ রান তোলে ভারত।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন ওয়েন পারনেল। তিনি ১৫ বলে ২৩ করা ঋতুরাজকে ফেরান টেম্বা বাভুমার তালুবন্দি করে।
সঙ্গীর বিদায়ে বিচলিত না হয়ে লড়াই চালিয়ে যান কিষান। সঙ্গে নেন শ্রেয়াস আইয়ারকে। এই দুইজনের অবিচ্ছেদ্য ৮০ রানের জুটি ভাঙেন কেশভ মহারাজ। ৪৮ বলে ৭৬ রান করা কিষানকে ফিরিয়ে পতন ঘটান ভারতের দ্বিতীয় উইকেটের।
এরপর আইয়ারের ২৭ বলে ৩৬, ঋষভ পন্তের ১৬ বলে ২৯ ও হার্দিক পান্ডিয়ার ১২ বলে ৩১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের ২১২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দাপট দেখালেও ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন বাভুমা। অল্পতেই ফিরতে হয় ডি কক (২২) এবং ডোয়াইন প্রিটোরিয়াসকেও (২৯)।
এরপরই ঘুরে যায় ম্যাচের মোড়। ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। তাদের ব্যাটিং তাণ্ডবে উড়ে যান ভারতীয় বোলাররা।
এই দুই ব্যাটারের অনবদ্য ইনিংসে ভর করে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সাউথ আফ্রিকা। ডুসেন অপরাজিত থাকেন ৪৬ বলে ৭৫ রানে। সঙ্গী মিলার অপরাজিত থাকেন ৩১ বলে ৬৪ রান করে।