বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ জিতলে মেসির জন্য বেশি খুশি হবেন পারেদেস

  •    
  • ৭ জুন, ২০২২ ১৬:০৯

জাতীয় ও ক্লাব দলের লিওনেল মেসির এ সতীর্থ জাতীয় দলের সঙ্গে জিততে চান বিশ্বকাপ। আর কাতারে শিরোপা উঁচিয়ে ধরতে পারলে পারেদেস সবচেয়ে খুশি হবেন মেসির জন্যে।

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের অবিচ্ছেদ্য অংশ লিয়ান্দ্রো পারেদেস। এ মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে খেলেছেন দুটি কোপা আমেরিকা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজির) হয়েও সমর্থকদের মাতিয়ে রেখেছেন তিনি।

জাতীয় ও ক্লাব দলের লিওনেল মেসির এ সতীর্থ জাতীয় দলের সঙ্গে জিততে চান বিশ্বকাপ। আর কাতারে শিরোপা উঁচিয়ে ধরতে পারলে পারেদেস সবচেয়ে খুশি হবেন মেসির জন্যে।

মঙ্গলবার আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেয়া সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘যদি বিশ্বকাপ জিততে পারি, আমি নিজের জন্য জন্য যতটা খুশি হব তার চেয়ে বেশি খুশি হব মেসির জন্য। আশা করি এটা মেসির শেষ বিশ্বকাপ হবে না। যদিও চার বছর অপেক্ষা করা মেসির জন্য কঠিন।’

পারেদেসের কথায় এটা স্পষ্ট যে কাতার বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া আর্জেন্টাইনরা। মেসি এই বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলবেন সেটি হয়ত ভক্তদের স্বপ্ন হিসেবে থেকে যাবে।

এসময় পারেদেস দলের হেড কোচ স্কালোনিকে নিয়ে বলেন, ‘শুরু থেকে স্কালোনির ওপর আস্থা রেখেছি। তিনিও আমাদের ওপর একইভাবে আস্থা রেখেছেন। স্কালোনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলেন। দারুণভাবে খুঁটিনাটি বিষয়গুলো পরিস্কার বুঝিয়ে দেন।’

এ বিভাগের আরো খবর