প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বল করেছিলেন নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং করে ইনিংসে ৬ উইকেট নেন এ স্পিনার।
তারপরই শিকার হন দুর্ভাগ্যের। ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে জায়গা নিশ্চিত থাকলেও পড়েন ইনজুরিতে। যার কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন মাসখানেকের জন্যে।
আগেও ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছে তাকে। বারবার ইনজুরিতে পড়ায় আক্ষেপ থাকলেও হতাশ নন ২২ বছর বয়সী এ বোলার।
রোববার সংবাদমাধ্যমকে নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে অনেক ভালো। আরও সপ্তাহ খানেক পর আবার চিকিৎসকেরা দেখবেন ১২ বা ১৫ তারিখ থেকে বোলিং শুরু করতে পারব বলে আশা করছি। এখন সাইক্লিং করছি আর জিম করছি।
‘হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থান-পতন থাকবেই। চেষ্টা করব যখন ফিরব তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরিতো আমার বা কারও হাতে ছিল না।’
আগে চোট নিয়ে হতাশ হতেন ও চিন্তিত থাকতেন বাংলাদেশের জার্সিতে ৮টি টেস্ট খেলা এ স্পিনার। তবে এখন আর তেমন একটা চিন্তা করেননি। এখন কাজ করছেন পুর্নবাসন প্রক্রিয়া নিয়ে।
তিনি যোগ করেন, ‘এখন ইনজুরিতে থেকে কীভাবে রিকভার করব সেটাই চিন্তা করছি। নিজেকে যতটা পারি ফিট রাখার চেষ্টা করছি, কারণ যখনই বোলিং শুরু করব তখন যেন সমস্যা না হয়।’
টাইগার স্কোয়াডে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জায়গা নিয়ে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলে নাঈমের। তার অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলে একরকম জায়গা পোক্ত করে ফেলেছেন। আবার মিরাজের চোটের সুযোগে শ্রীলঙ্কা সিরিজে জায়গা করে নেন নাঈম।
জাতীয় দলে আবারও সুযোগ করে নিয়েছেন মিরাজ। তবে জায়গা ফিরে পেতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে মনোযোগ দিতে চান নাঈম।
তিনি বলেন, ‘প্রথম শ্রেণির খেলা আছে, ওগুলো সব খেলব। যদি সুস্থ থাকি এই খেলাগুলো খেলে তাহলে পারফর্ম করে নিজেকে আবার জাতীয় দলে ফেরানোর চেষ্টা করব।’