বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালির সঙ্গে জার্মানির ড্র, হেরে গেল ইংল্যান্ড

  •    
  • ৫ জুন, ২০২২ ১২:১৯

গ্রুপ-সিতেই খেলছে এই চার দল। ইতালি ১-১ গোলে ড্র করেছে জার্মানির সঙ্গে। আর হাঙ্গেরির কাছে ১-০ গোলে হেরে গেছে ইংল্যান্ড।

ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ড্র করেছে জার্মানি ও ইতালি। আরেক ম্যাচে হাঙ্গেরির কাছে হেরেছে ইংল্যান্ড।

গ্রুপ-সিতেই খেলছে এই চার দল। ইতালি ১-১ গোলে ড্র করেছে জার্মানির সঙ্গে। আর হাঙ্গেরির কাছে ১-০ গোলে হেরে গেছে ইংল্যান্ড।

ইতালির বোলনিয়ার ম্যাচে স্বাগতিক দল নেমেছিল আনকোরাদের একাদশে রেখে। লরেঞ্জো ইনসিনিয়ে, জর্জো কিয়েলিনি, লিওনার্দো বনুচ্চিদের মতো অভিজ্ঞদের ছাড়া দল সাজান কোচ রবার্তো মানচিনি। দলের সেরা খেলোয়াড় মিডফিল্ডার জর্জিনিয়োকেও বিশ্রামে রাখেন ইতালির কোচ।

একাদশে ছিলেন ব্রায়ান ক্রিস্তানতে, দাভিদ ফ্রাত্তেসি, জানলুকা স্কামাকার মতো আনকোরা তারকারা। তারপরও অভিজ্ঞ জার্মানির সঙ্গে দারুণ লড়াই করে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

ম্যাচে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় দুই দলকেই। ৭০ মিনিটে ইতালির হয়ে ডেডলক ভাঙেন লরেঞ্জো পেলেগ্রিনি। এর ৩ মিনিট পর জার্মানিকে সমতায় ফেরান ইয়োশুয়া কিমিখ।

শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই বড় দলকে। দুই দলই পায় ১ পয়েন্ট করে।

কাগজে-কলমে সব সময়ের বড় দল ইংল্যান্ডের ভাগ্যে ১ পয়েন্টও জোটেনি। কাইল ওয়াকার, হ্যারি কেইন, মেসন মাউন্টদের মতো প্রিমিয়ার লিগের সেরা তারকাদের নিয়েও ফিফা র‍্যাঙ্কিংয়ের ৩০তম দল হাঙ্গেরির সঙ্গে পেরে ওঠেনি ইউরো ফাইনালের পরাজিতরা।

বুডাপেস্টের ফেরেংক পুসকাস স্টেডিয়ামে ১-০ গোলে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন হাঙ্গেরির ডমিনিক সবোসলাই।

শনিবার রাতের অন্য ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তুর্কিয়ে। আর রোমানিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মন্টেনেগ্রো।

এ বিভাগের আরো খবর