ইউয়েফা নেশনস লিগে শক্তিশালী বেলজিয়ামকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।
ফিফা রাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষে ১০ নম্বরে থাকা নেদারল্যান্ডস ৪-১ গোলে ম্যাচ জিতে। এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের আক্ষেপ ঘোচাল তারা।
গত ৬ বছরে ফিফা রাঙ্কিংয়ে তিনবার শীর্ষে থাকা বেলজিয়াম ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি। অবশেষে বেলজিয়ামের সেই রেকর্ড ভেঙেছে ডাচরা।
ম্যাচের শুরুতেই ইনজুরির কারণে মাঠ ছাড়েন বেলজিয়ামের মূল ভরসা রোমেলু লুকাকু। ২৭তম মিনিটে লুকাকুর চলে যাওয়ার শোকেই যেন ছন্দপতন হয় দলটির।
মিনিট দশেক পরেই বেলজিয়াম সমর্থকদের স্তব্ধ করেন স্টিভেন বার্গুইন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জালে বল জড়ান তিনি।
প্রথমার্ধে বার্গুইনের গোলে এগিয়ে গেলেও বেলজিয়ানরা মূলত উড়ে যায় দ্বিতীয়ার্ধে। ৫১ থেকে ৬৫ মিনিটে তিন গোল হজম করে বেলজিয়াম। অরেঞ্জ আর্মিদের হয়ে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড মেমফিস ডিপেই ও একটি গোল করেন ডেনজেল ডামফ্রিজ। আর শেষ হওয়ার আগে বেলজিয়ামের হয়ে সান্ত্বনার এক গোল করেন মিকি বাতসুয়াই।
ফ্রান্সকে হারাল ডেনমার্ক
এদিকে নেশনস লিগের আরেক ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে আন্দ্রেয়াস কর্নিলিউসের জোড়া গোলে জয় পায় দলটি।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে ফ্রান্স। ৫১তম মিনিটে কারিম বেনজেমার গোলে ফ্রান্স এগিয়ে যায়, তবে তার এ গোল জেতাতে পারেনি দলকে।
বেনজেমার গোলে পিছিয়ে পড়ার পর ডেনমার্ক কোচ ৬০ মিনিটে ক্যাসপার ডলবার্গের পরিবর্তে মাঠে নামান আন্দ্রেস করনেলিয়াসকে।
শেষ মুহূর্তে মাঠে নেমেই স্কোর বোর্ডে দারুণ পরিবর্তন আনেন করনেলিয়াস। ৬৮তম ও ৮৮তম মিনিটে জোড়া গোল করে ডেনিশদের জয় উপহার দেন তিনি।