মুমিনুল হকের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর অধিনায়ক করার জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে পছন্দের তালিকায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আছেন জাতীয় দলের এ সময়ের সফল ব্যাটার লিটন দাসও।
ক্রিকেটের বনেদি ফরম্যাটে দলের বিপর্যয়ে ব্যাট হাতে হাল ধরতে পারার সক্ষমতা থাকায় বোর্ডের পছন্দের তালিকায় সহজে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
তবে লিটনকে এখনই অধিনায়ক হিসেবে দেখতে চান না জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। অধিনায়কত্বের ‘কিছু গুণাবলী’ না থাকায় লিটনকে দলপতির আসনে এখনই বসাতে নারাজ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই মন্তব্য করেন জাতীয় দলের টিম ডিরেক্টর।
সুজন বলেন, ‘এখনই বলাটা তাড়াতাড়ি হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে লিটন খুবই অন্তর্মূখী একজন ক্রিকেটার। আমি সব সময় এক্সট্রোভার্ট পছন্দ করি। আমি বলব, লিটন বেশ পরিষ্কার মাথার একজন। ওর ক্রিকেট জ্ঞান খুবই ভালো। যেটা বললাম যে, এটাতো আসলে এমন কাউকে দিতে হবে যে সামনে থেকে নেতৃত্ব দিবে।’
সুজনের মতে শুধু ব্যাট হাতে পারফরম্যান্স দেখানোই অধিনায়কত্ব পাবার জন্য যথেষ্ট নয়। এর সঙ্গে আরও বেশ কিছু গুণাবলী থাকা বাঞ্ছনীয়।
সুজন বলেন, ‘ব্যাট হাতে রান করাতো অবশ্যই (দরকার), মাঠের পারফরম্যান্স তো অবশ্যই লাগবে। সাথে ড্রেসিং রুমের পরিবেশটা সামলানোও গুরুত্বপূর্ণ। দলের সংস্কৃতি উন্নতি করাটাও জরুরী। এ ক্ষেত্রে অধিনায়কের ভূমিকাটা অনেক বেশি থাকে।’