ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে। পেইসার শহীদুল ইসলামের জায়গায় দলে ডাকা হয়েছে আরেক পেইসার হাসান মাহমুদকে। শহীদুল অনুশীলনে চোট পাওয়ায় ছিটকে গেছেন সফর থেকে।
উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে ছিলেন শহীদুল। এখন দুই স্কোয়াডেই তার বদলি হিসেবে ডাকা হয়েছে হাসান মাহমুদকে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন।
নিউজবাংলাকে আবেদীন বলেন, ‘হাসান মাহমুদ আমাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। এটা আমরা খুব দ্রুত অফিশিয়াল জানিয়ে দেব। আপাতত সে আমাদের সঙ্গে যাচ্ছে। সেখানে তার একটা ফিটনেস টেস্ট হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব সে কোন ফরম্যাটে খেলবে।’
গত বছর জাতীয় দলে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী পেইসার হাসান।
টেস্ট ও টি-টোয়েন্টির জন্য ৫ পেইসারকে নিয়ে দল সাজিয়েছিল বিসিবি। সেখান থেকে বাদ পড়েছেন শহীদুল। অভিজ্ঞ তিন পেইসার মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে আনকোরা হিসেবে রেজাউর রাজা ও হাসান মাহমুদকে রাখা হয়েছে।
শহীদুল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়লেও বিসিবি আশা তাকে জিম্বাবুয়ে সফরে দলে পাওয়া যাবে। পাঁজরে চোট পেয়েছেন তিনি। যা সারতে ৩-৪ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।
তিনি বলেন, ‘গত ২৭ মে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের শেষ দিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে চোটে পড়েন শহীদুল। সাইড স্ট্রেইনের এই চোট থেকে সেরে উঠতে অন্তত ৪-৬ সপ্তাহ সময় লাগবে।’