বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারিশ্রমিক জটিলতায় এইচপি ক্যাম্পে যোগ দিচ্ছেন না হেড কোচ

  •    
  • ৩০ মে, ২০২২ ১৫:৪৭

মূলত পারিশ্রমিকের পুরো অর্থ ডলারে চাওয়ার কারণে তৈরি হয়েছে এমন জটিলতা। বিষয়টি সোমবার দুপুরে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন এইচপি ম্যানেজার জামাল উদ্দিন বাবু।

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) টিমের পেইস বোলিং ক্যাম্প চলছে কক্সবাজারে। সেখানে শ্রীলঙ্কান বোলিং কোচ চম্পকা রামানায়েকের অধীনে কাজ করছেন উঠতি ক্রিকেটাররা।

তবে, এইচপি ও বিসিবির জন্য দুঃসংবাদ হয়ে এসেছে হেড কোচ টোবি রেডফোর্ডের ক্যাম্পে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা। ১ জুন থেকে ক্যাম্পে যোগ দেয়ার কথা থাকলেও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় নির্ধারিত তারিখে আসছেন না তিনি। এমনকি তার সঙ্গে চুক্তিও ছিন্ন করতে পারে বিসিবি।

মূলত পারিশ্রমিকের পুরো অর্থ ডলারে চাওয়ার কারণে তৈরি হয়েছে এমন জটিলতা। বিষয়টি সোমবার দুপুরে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন এইচপি ম্যানেজার জামাল উদ্দিন বাবু।

তিনি বলেন, ‘রেডফোর্ড আসার কথা ছিল। কিন্তু সে এখন নতুন করে দাবি তুলেছে। তার দাবি হল চুক্তির অর্থ পুরোটা ডলারে দেওয়ার জন্য। আমরা সেটা করতে পারছি না। কারণ বাংলাদেশ সরকার এটার অনুমোদন দেয় না।

‘সরকারি নিয়ম অনুযায়ী তার পারিশ্রমিকের ৮০ শতাংশ বিদেশি অ্যাকাউন্টে দেয়া যাবে৷ বাকি ২০ শতাংশ বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে দিতে হবে। রেডফোর্ড সেটা মানছেন না। উনি পুরোটা ওর বিদেশি অ্যাকাউন্টে চাচ্ছেন । তাকে বোঝানোও যাচ্ছে না।’

প্রথমবার তার পারিশ্রমিক বিদেশি অ্যাকাউন্টে দেয়া হয়েছিল বলে জানান বাবু। কিন্তু সেটা সরকারের বিশেষ ব্যবস্থায়। এবার তেমনটা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

তিনি যোগ করেন, ‘আবারও আগের মতো করতে হলে সরকারের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হবে।’

রেডফোর্ড যোগ না দিলে হেড কোচের দায়িত্বে কে থাকবেন সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি বিসিবি।

এ বিভাগের আরো খবর