বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিভারপুল ছাড়তে চান মানে

  •    
  • ৩০ মে, ২০২২ ১৪:৩৪

মানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরই মধ্যে প্যারিস ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আনহেল দি মারিয়া। দলের সবচেয়ে দামি তারকা নেইমারকেও ছেড়ে দিতে চায় ক্লাবটি।

লিভারপুলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম নায়ক সাদিও মানে। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়ার পর এ ফরোয়ার্ড মোহামেদ সালাহর সঙ্গে মিলে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইক জুটি প্রতিষ্ঠা করেন।

লিভারপুলের তিন দশক পর লিগ শিরোপা জেতানো ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দেয়া স্কোয়াডের অন্যতম এ সদস্য দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফুটবল সাইট গোল ডট কম তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

তাদের দাবি, সালাহ, মানে ও রবার্তো ফিরমিনো তিনজনের চুক্তির মেয়াদ আছে আর এক বছর। যে কারণে তারা ফ্রি-এজেন্ট হওয়ার আগে দল বদল করতে চান।

মানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরই মধ্যে প্যারিস ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আনহেল দি মারিয়া। দলের সবচেয়ে দামি তারকা নেইমারকেও ছেড়ে দিতে চায় ক্লাবটি।

নেইমারের জায়গায় মানেকে চাইছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। মেসি, এমবাপে ও মানেকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য আক্রমণভাগ সাজাতে চায় তারা।

তবে মানে পিএসজিতে যেতে চান না। তার লক্ষ্য এমন কোনো ক্লাব যারা তাকে কেন্দ্র করে নতুন প্রকল্প সাজাবে। সেদিক থেকে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা তাদের মূল স্ট্রাইকার রবার্ট লেওয়ানডভস্কিকে ছেড়ে দিচ্ছে।

মানের ম্যানেজমেন্টও বায়ার্নের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাথমিকভাবে বায়ার্ন লিভারপুলকে ৩ কোটি ইউরো অফার করবে মানের জন্য। সবকিছু ঠিক থাকলে সামনের মাসে লিভারপুল ছেড়ে মিউনিখে যোগ দিতে পারেন এই সেনেগালিজ স্ট্রাইকার।

এ বিভাগের আরো খবর