একের পর এক সিরিজ হার, যেমন ঘরের মাঠে, তেমন বিদেশের মাটিতে। ক্রিকেটে ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না জাতীয় দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে শুরু। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রতিপক্ষের কাছে নাকানি চুবানি খেতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের।
অথচ এই ক্রিকেটাররাই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টে দলকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক এক জয়। শুধু তাই নয়, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও জয়ের কাছাকাছি দলকে নিয়ে গিয়েছিলেন এই তামিম-মুশফিকরাই।
একই দল, একই খেলোয়াড়, পরিচিত ভেন্যু। কিন্তু তারপরও এক ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ক্রিকেটাররাই পরের ম্যাচে চোখে পড়ার মতো বাজে পারফরম্যান্স দেখিয়ে বসে থাকে।
লম্বা সময় ধরে একই বিষয় বারবার ভোগান্তির কারণ হিসেবে প্রতীয়মান হলেও এই ঘটনার পেছনকার রহস্য কি সেটি জানা নেই টিম ম্যানেজমেন্টের। বিষয়টি অকপটে স্বীকার করেও নেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানান সাবেক এই ক্রিকেটার।
সুজন বলেন, ‘আমরা এমন কোথাও আটকে আছি যেখান থেকে বের হতে পারছি না। মোমেন্টাম নষ্ট থাকে, আত্মবিশ্বাস অনেক কম থাকে। এমন কিছুও হয়ত হচ্ছে। উন্নতির সুযোগ থাকছেই। মূল ৩-৪ জন বোলার ছিল না- এগুলো অজুহাতের মতো। যারা খেলেছে তারা কেন পারবে না? সমস্যাটা কোথায় এটা বের করাই গুরুত্বপূর্ণ।’