বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিরোপার লড়াইয়ে চাপে লিভারপুল

  •    
  • ২৮ মে, ২০২২ ১৮:৫৮

নকআউট পর্বে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটি- তিন দলের বিপক্ষেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে জায়গা করে নেয় রিয়াল।

ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এরইমধ্যে ঘরে তুলেছে লিগ কাপ ও এফএ কাপ শিরোপা। মৌসুম জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কিছু দিন আগেও সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার। প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যাচ জিতলেও ১ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন বিসর্জন দেয় অলরেডরা।

তবে এখনও ট্রেবল জয়ের দারুণ সুযোগ রয়েছে ক্লপের লিভারপুলের। শনিবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতে পারলেই এক মৌসুমে তিন মুকুট যাবে লিভারপুলের শিরে।

দুটি ঘরোয়া ট্রফিজয়ী দলটির ‘ট্রেবল’ জয়ের আশা বেঁচে থাকায় প্রত্যাশার পারদটাও থাকবে ওপরের দিকে। আর তখনই স্বাভাবিকভাবেই চলে আসবে অতিরিক্ত চাপ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে লিভারপুলের অবস্থাটা এই মুহূর্তে এমনই হওয়ার কথা।

প্যারিসের জাতীয় স্টেডিয়াম স্তাদে দ্য ফ্রান্সে আর কয়েক ঘণ্টা বাদেই বোঝা যাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের চাপ কতটা হজম করেছে দলটি। ইউরোপ সেরার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ডের দুই জায়ান্ট। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

গত মার্চ থেকে কোনো ম্যাচ হারেনি লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল পুরো মৌসুমে মাত্র তিনটি ম্যাচ হেরেছে।

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে তাদের শিরোপা স্বপ্ন ভেঙেছে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে থেকে। আগেই কোয়াড্রপল জয়ের স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে ইংল্যান্ডের ক্লাবটির। এবার রিয়ালের বিপক্ষে হেরে গেলে সেই হতাশা হবে দ্বিগুণ।

তবে রিয়ালের জন্য পরিস্থিতি ভিন্ন রকম। মৌসুমের শুরুতে তাদেরকে ঘিরে প্রত্যাশা খুব বেশি ছিল না। কার্লো আনচেলত্তির দল দুর্দান্ত ধারাবাহিকতায় লা লিগার শিরোপা জিতেছে সবাইকে অনেকটা পেছনে ফেলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তাদের জন্য নতুন কিছু নয়। কেননা গত কয়েক দশকে যতবার ফাইনালে উঠেছে, শিরোপা নিয়েই ফিরেছে।

রিয়ালের জন্য মৌসুমটা কাটছে স্বপ্নের মতো। মৌসুমের শুরুতে খুব বেশি ছন্দে না থাকলেও এবার ‘ডাবল’ জয়ের অপেক্ষায় আছে আছে মাদ্রিদ। লা লিগা শিরোপা জেতার পর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তাদের সময়ের অপেক্ষা। ফাইনালের আগে রিয়ালের ফরাসি তারকা কারিম বেনজেমা দারুণ ফর্মে।

চ্যাম্পিয়ন্স লিগে এবার ১১ ম্যাচে ১৫ গোল করে বেনজেমা আছেন গোলদাতার তালিকায় শীর্ষে। ১৫ গোলের ১০টি আবার নকআউট পর্বে। এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনিই। ৩২ ম্যাচে করেন ২৭ গোল। ২০২১-২২ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দ্বারপ্রান্তে আছেন বেনজেমা।

নকআউট পর্বে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটি- তিন দলের বিপক্ষেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে জায়গা করে নেয় রিয়াল।

রিয়ালের জন্য মৌসুমের সবচেয়ে রোমাঞ্চকর ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য জয়।

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক, ফাবিনিয়ো ও থিয়াগো গত কয়েক সপ্তাহ ধরে চোটের সঙ্গে লড়ছেন এমন খবরই শোনা যাচ্ছিল। ফাইনালের জন্য তারা কতটা প্রস্তুত সেটাও এখন লিভারপুলের দুশ্চিন্তা আরও এক কারণ।

সালাহ যদিও সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জোর দিয়েই বলছেন, তিনি তার ক্যারিয়ারের ‘সবচেয়ে বাজে’ মুহূর্তের বদলা নেবেন। ২০১৮ সালে তার অসাধারণ পারফরম্যান্সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। রিয়ালের কাছে সে বারের হারের প্রতিশোধ নিতে চান এবার রিয়ালকে হারিয়েই।

তবে শেষ কথা হচ্ছে, মানসিক চাপ কতটা সামাল দিতে পারবে লিভারপুল, এখন সেটাই দেখার। এইত! আর কয়েক ঘণ্টা বাদেই তো বিশ্ব দেখবে মৌসুমের শেষ দৃশ্যটি। ট্রেবল জয়, নাকি দুই শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

এ বিভাগের আরো খবর