বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিসংখ্যানে রিয়াল ও লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

  •    
  • ২৮ মে, ২০২২ ১৩:০৬

রিয়াল মাদ্রিদ ফাইনাল পর্যন্ত গিয়েছে মোট ১৬ বার যার মধ্যে শিরোপা জিতেছে ১৩ বার। অন্যদিকে লিভারপুল ৯টি ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৬টির।

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ রাত ১টায়। প্যারিসে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে আশি হাজারেরও বেশি দর্শকের সামনে শিরোপার জন্য লড়বে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সফল দুটি দল। স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের লিভারপুল।

ইউরোপিয়ান এই প্রতিযোগিতার লড়াইয়ে এর আগে ফাইনালে দুবার মুখোমুখি হয়েছে ক্লাব দুটি।

২০১৮ সালের ফাইনালে স্মৃতি এখনও তরতাজা মাদ্রিদের সমর্থকদের মনে। সেই ম্যাচে লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

ইতিহাস বলে রিয়ালের ফাইনাল খেলতে নামা মানে শিরোপা তাদের ঘরে যাওয়া। সেটার ব্যতিক্রম হয়েছিল ৪১ বছর আগে লিভারপুলের বিপক্ষে। ১৯৮১ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপ সেরা হয়েছিল অলরেডরা।

ইউরোপ সেরার এ মুকুট জেতা ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখের ৬টি ও এসি মিলানের ৭টি শিরোপা রয়েছে। অন্য কোনও ক্লাবে ৫টির বেশি নেই।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে, রিয়াল মাদ্রিদ ফাইনাল পর্যন্ত গিয়েছে মোট ১৬ বার যার মধ্যে শিরোপা জিতেছে ১৩ বার। অন্যদিকে লিভারপুল ৯টি ফাইনাল খেলে শিরোপা জিতেছে ৬টির।

চ্যাম্পিয়নস লিগে ফাইনালে রিয়ালের রেকর্ড:

১৯৫৫-৫৬: রিয়াল মাদ্রিদ ৪ -৩ স্তেদ দ্য রিমস১৯৫৬-৫৭: রিয়াল মাদ্রিদ ২ - ০ ফিওরেন্তিনা১৯৫৭-৫৮: রিয়াল মাদ্রিদ ৩ - ২ মিলান১৯৫৮-৫৯: রিয়াল মাদ্রিদ ২ - ০ স্তেদ দ্য রিমস১৯৫৯-৬০: রিয়াল মাদ্রিদ ৭ - ৩ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট১৯৬১-৬২: বেনফিকা ৫ - ৩ রিয়াল মাদ্রিদ১৯৬৩-৬৪: ইন্টার মিলান ৩ - ১ রিয়াল মাদ্রিদ১৯৬৫-৬৬:রিয়াল মাদ্রিদ ২ - ১ পার্টিজান বেলগ্রেড১৯৮০-৮১: লিভারপুল ১ - ০ রিয়াল মাদ্রিদ১৯৯৭-৯৮: রিয়াল মাদ্রিদ ১ - ০ ইউভেন্তাস১৯৯৯-০০: রিয়াল মাদ্রিদ ৩ - ০ ভালেন্সিয়া২০০১-০২: রিয়াল মাদ্রিদ ২ - ১ বায়ার লেফারকুজেন২০১৩-১৪: রিয়াল মাদ্রিদ ৪ - ১ আতলেতিকো মাদ্রিদ২০১৫-১৬: রিয়াল মাদ্রিদ ১ -১ (৫-৩) আতলেতিকো মাদ্রিদ২০১৬-১৭: রিয়াল মাদ্রিদ ৪ - ১ ইউভেন্তাস ২০১৭-১৮: রিয়াল মাদ্রিদ ৩ - ১ লিভারপুল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের রেকর্ড:

১৯৭৬-৭৭: লিভারপুল ৩ - ১ বরুশিয়া মনশেনগ্লাডবাখ১৯৭৭-৭৮: লিভারপুল ১ - ০ ক্লাব ব্রুগা১৯৮০-৮১: লিভারপুল ১ - ০ রিয়াল মাদ্রিদ১৯৮৩-৮৪: লিভারপুল ১ - ১ (৪-২) রোমা ১১৯৮৪-৮৫: ইউভেন্তাস ১ - ০ লিভারপুল২০০৪-০৫: লিভারপুল ৪ - ৩ মিলান২০০৬-০৭: মিলান ২ - ১ লিভারপুল২০১৭-১৮ : রিয়াল মাদ্রিদ ৩ - ১ লিভারপুল২০১৮-১৯ : লিভারপুল ২ - ০ টটেনহ্যাম

এ বিভাগের আরো খবর