ঢাকা টেস্টের তৃতীয় দিনে মেজাজ হারিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে বল ছুড়ে মেরেছিলেন তাইজুল ইসলাম। লঙ্কান ব্যাটারের হাতে সে বল লাগায় শাস্তি পেতে হচ্ছে বাঁহাতি স্পিনারকে।
তাইজুলকে জরিমানা হিসেবে গুনতে হচ্ছে ম্যাচ ফির ২৫ শতাংশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
কী হয়েছিল
ঘটনাটি শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারের। প্রথম ইনিংসে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল কুড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা ম্যাথিউসের দিকে ছুড়ে মারেন তাইজুল।
ম্যাথিউস পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেয়ারও চেষ্টা ছিল না তার।
ম্যাথিউস অভিযোগ না করলেও আম্পায়ারদের দৃষ্টি এড়াতে পারেননি তাইজুল। মাঠে থাকা আম্পায়ার জোয়েল উইলসন ও শরফুদ্দোলা, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো এবং চতুর্থ কর্মকর্তা গাজী সোহেল অভিযোগ গঠন করেন।
বাংলাদেশি এই বোলার আইসিসির আচরণবিধি ১ এর ২.৯ নম্বর ধরা লঙ্ঘন করেছেন।
তাইজুলের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের সার্কেলে এটি ছিল তার প্রথম অপরাধ।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে দায় স্বীকার করে নিয়েছেন তাইজুল। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।