খেলোয়াড়ি জীবনে ছিলেন অস্ট্রেলিয়ার প্রবল প্রতিদ্বন্দ্বী। ক্যারিয়ার শেষে কোচ হিসেবে তাদেরই আরও শক্তিশালী করতে এবার কাজ করবেন ড্যানিয়েল ভেটোরি।
নিউজিল্যান্ডের সাবেক এ অধিনায়ক অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছেন। তার দায়িত্ব থাকছে হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডনাল্ডের সহকারী হিসেবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কাজ করেছেন ম্যাকডনাল্ড ও ভেটোরি। তবে তখন ভেটোরি ছিলেন হেড কোচ আর ম্যাকডনাল্ড ছিলেন তার সহকারী।
গত মাসে পাকিস্তান সফরে সাময়িকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ভেটোরি। এবারে পেলেন পূর্ণাঙ্গ দায়িত্ব। পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দল ও এর প্রক্রিয়া দেখে তার ভালো লেগেছে বলে জানান ভেটোরি।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তানে অস্ট্রেলিয়া দল তাদের পরিকল্পনা ও প্রস্তুতির পুরো প্রক্রিয়াটা দেখে আমার ভালো লেগেছে। খুবই মজবুত ও ঐক্যবদ্ধ একটা দল তারা। দলটার সামর্থ্য আছে ভবিষ্যৎ সম্ভাবনা ও সাফল্যের।’
ভেটোরি এর আগে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া আইপিএল, সিপিএল ও বিগ ব্যাশ লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে ৪৩ বছর বয়সী সাবেক এ স্পিনারের।