বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্চারের ভবিষ্যত নিয়ে পিটারসেনের শঙ্কা

  •    
  • ২২ মে, ২০২২ ১৭:০০

টেস্ট ক্রিকেটে আর্চারের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন।

পিঠের ইনজুরির কারনে পুরো মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ইংল্যান্ডের ফাস্ট বোলার জফ্রা আর্চারের। ২০২১ সালের মার্চে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছেন আর্চার। টেস্ট ক্রিকেটে আর্চারের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন।তার মতে বারবার এমন চোট আর্চারের জন্য হতাশার। কনুইয়ের ইনজুরির কারনে গত বছরের মার্চে মাঠের বাইরে ছিটকে পড়েন আর্চার। ২০২১ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে কাউন্টিতে একটি করে ফার্স্ট ক্লাস ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এই ম্যাচগুলো খেলার পর আবারও পুরনো ইনজুরিতে মাঠে বাইরে চলে যেতে হয় তাকে।গত ১৪ মাসে ৩টি সার্জারি করতে হয়েছে আর্চারকে। ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে এ মাসেই মাঠে ফেরার কথা ছিলো তার। ২৬ মে গ্ল্যামারগনের বিপক্ষে সাসেক্সের হয়ে মাঠে নামার কথা ছিলো তার। তবে চোটের কারণে সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট মাঠে পাওয়া যাবে না আর্চারকে।ইংলিশ দৈনিক ডেইলি মিররকে এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, ‘আর্চারের জন্য এটা ভয়ানক খবর, যে পুরো গ্রীষ্ম খেলতে পারবে না। দীর্ঘ ফরম্যাটে খেলার জন্য আবারও ফিট হবে কিনা সেটা কল্পনা করাও কঠিন। এটাই বাস্তবতা। আশা করছি, সাদা বলে ক্রিকেটে আবারও ফিরবে সে।’পিটারসেন মনে করেন পর্যাপ্ত অনুশীলনের অভাবে নিয়মিত ইনজুরিতে পড়ছেন ইংলিশ পেইসাররা। আর্চারকে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে উদাহরণ দিতে নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে এনেছেন পিটারসেন।তিনি যোগ করেন, ‘ইংল্যান্ডের পেইসাররা এমন চোটে পড়ে থাকে। ক্রীড়া বিশেষজ্ঞরা এই বিষয়ে বিস্তারিত ধারণা দিতে পারবে। আমি যখন খেলতাম, পেসাররা নেটে অনেক বল করতো ও বোলিংয়ের জন্য ফিট হয়ে উঠত।’

এ বিভাগের আরো খবর