বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিএসজির একনায়ক হচ্ছেন এমবাপে

  •    
  • ২২ মে, ২০২২ ১৩:০৮

এমবাপের নতুন চুক্তি নবায়নের পরই পিএসজি বরখাস্ত করে তাদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে। এ সপ্তাহের মধ্যে বরখাস্ত হতে পারেন ম্যানেজার মরিসিও পচেত্তিনো। নতুন ম্যানেজার হিসেবে তিনি চাইছেন জিনেদিন জিদানকে।

গত দুই বছর ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দড়ি টানাটানি শেষ হয়েছে শনিবার রাতে। রিয়াল মাদ্রিদকে দুই বছর ধরে ঝুলিয়ে রাখার পর পিএসজির হয়েই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

আনুষ্ঠানিকভাবে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ তারকা। রিয়াল মাদ্রিদ তার জন্য টাকার থলে নিয়ে অপেক্ষায় ছিল। বিশেষজ্ঞদের ধারণা, রিয়াল প্রায় ২০ কোটি ইউরো অফার করত এমবাপেকে। শুধু তা-ই নয়, ক্রিস্টিয়ানো রোনালডোর মতো এমবাপেই হতেন মাদ্রিদের পরের এক দশকের আইকন।

সেসব কিছুকে পেছনে ফেলে এমবাপে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার রাতে চুক্তি নবায়নের পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ফ্রান্সে থাকতে পেরে খুশি। প্যারিস আমার নিজের শহর। ফুটবল ম্যাচ ও ট্রফি জয় করতে আমি ভালোবাসি। আশা করি সে কাজটাই আমি আপনাদের জন্য করতে পারব।’

এমবাপেকে দলে রাখতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে পিএসজিকে। সাইনিং বোনাস হিসেবেই এমবাপে পাচ্ছেন ১৫ কোটি ইউরো। বা প্রায় ১,৪০০ কোটি টাকা। আর এখন থেকে বেতন ভাতা মিলিয়ে বছরে ১০ কোটি ইউরো পারিশ্রমিক পাবেন ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ড, যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত করবে।

এ অঙ্কটা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালডো ও নেইমারের চেয়েও বেশি।

তবে এমবাপের শেষ মুহূর্তের এই না বলাকে সহজভাবে মেনে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। তারা একে দেখছে বিশ্বাসঘাতকতা হিসেবে। রিয়ালের ভক্তদের মতে, এমবাপে রিয়ালের চুক্তির ভয় দেখিয়ে নিজের বেতন বাড়িয়ে নিয়েছেন। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস পিএসজির নামে ইউয়েফার কাছে নালিশ জানাবেন বলেছেন।

মেসি ও রোনালডো চলে যাওয়ার পর জনপ্রিয়তা হারানো লা লিগা আশায় ছিল এমবাপের। তেমনটা না হওয়ায় চটেছেন তেবাস। স্প্যানিশ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গত বছর তারা ৭০ কোটি ইউরো ক্ষতি দেখিয়েছে। তারা খেলোয়াড়দের বেতন দেয় ৬ কোটি ইউরো। আমি জানি না পিএসজি কী করে এটা পারছে। ফুটবলের জন্য এটা অপমানজনক। এল খেলাইফি ফুটবলের জন্য অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি।’

শুধু ইউয়েফার ফিন্যানশিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙাই নয়, এমবাপের বিরুদ্ধে অভিযোগ এসেছে। নতুন চুক্তি পাওয়ার জন্যে ক্লাবের সিদ্ধান্তেও হস্তক্ষেপ করছেন তিনি।

এমবাপের নতুন চুক্তি নবায়নের পরই পিএসজি বরখাস্ত করে তাদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে। এ সপ্তাহের মধ্যে বরখাস্ত হতে পারেন ম্যানেজার মরিসিও পচেত্তিনো। নতুন ম্যানেজার হিসেবে এমবাপে চাইছেন জিনেদিন জিদানকে।

সর্বকালের সেরা লিওনেল মেসিকেও খুব একটা পছন্দ করেন না এমবাপে। যে কারণে মেসিকে নয়, বরং নিজেকেই পিএসজির আইকন হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্লাবে নতুন খেলোয়াড় কেনাবেচা নিয়েও মতামত দেবেন এমবাপে।

এ বিভাগের আরো খবর