পিএসজির সেরা তারকা কিলিয়ান এমবাপে মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক আগে থেকে। প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি শেষে সামনের মৌসুমে কোথায় যাচ্ছেন তিনি সেটা জানা যাবে রোববার।
ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পর্কে এমবাপে ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেটা প্রকাশ করার সময় এখন নয়। তবে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’
পিএসজি মৌসুমের শেষ ম্যাচ খেলবে রোববার। মেতসের বিপক্ষে ওই ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানাবেন এমবাপে।
পিএসজির সাম্প্রতিক সাফল্যের মূল কারিগর তারকা। তারা চাইছে যে কোনো মূল্যে এমবাপেকে দলে রাখতে। প্যারিসের ক্লাবের হয়ে ২১৬ ম্যাচে ১৬৮ গোল করেছেন এই তারকা।
প্যারিসে তাকে রাখতে বছরে বিশ্বরেকর্ড ৫ কোটি ডলার বেতন ও ১০ কোটি ডলার সাইনিং মানি প্রস্তুত করেছে পিএসজি।
তবে, মৌসুম শুরুর আগে এমবাপে খোলাখুলি জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের যেতে চান তিনি। নতুন মৌসুমে এ ফরাসি তারকাকে দলে ভেড়াতে হলে ১৮ থেকে ২০ কোটি ডলার লাগবে রিয়ালের। সেটা দিতে রাজি তারা।
অন্যদিকে, এমবাপে যদি পিএসজি ছেড়ে দেন তাহলে সেটা বিকল্প চিন্তাও করে রাখছে ক্লাব। লিভারপুলের সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানেকে এমবাপের বিকল্প হিসেবে চাইয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।