শেষ ১০ ইনিংসে জাতীয় দলের টেস্ট দলপতি মুমিনুল হকের ব্যাট হেসেছে মাত্র একবার। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। বাকি ৯ ইনিংসে মাত্র দুটি ইনিংসে তিনি ছুঁতে সক্ষম হয়েছেন দুই অঙ্কের রান।
বাকি সব ম্যাচে এক অঙ্কের রানে আটকে থেকে মাঠ ছাড়তে হয়েছে মুমিনুলকে। শেষ পাঁচ ইনিংসের পারফরম্যান্স বিশ্লেষণে দেখা যায় মুমিনুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬ রান।
তারপরও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন জাতীয় দলের অধিনায়ক।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেন তিনি। মুমিনুল বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে আমি অত বেশি চিন্তিত না।’
সিরিজের প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। চতুর্থ দিনের মন্থর গতির ব্যাটিংয়ের কারণে জয়ের স্বপ্ন জাগিয়েও সেটি অধরাই রয়ে গেছে বাংলাদেশের।
তবে মুমিনুলের মতে সময়ের সাথে তাল মিলিয়েই ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটাররা।
তিনি বলেন, ‘যদি পাঁচ দিনের খেলা দেখেন, ওদের আর আমাদের, এই উইকেটটা এমন একটা উইকেট ছিল যেখানে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু যদি বেশি এক্সাইটেড হয়ে যান তাহলে আপনার উইকেট পড়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যাবে। যেটা আমার কাছে মনে হয়।’
তিনি আরও বলেন, ‘আর ওই সময়টাতে লিটন যদি আউট না হতো, তাহলে সেই চান্সটা আমরা নিতে পারতাম। কিন্তু সেই চান্সটা নিতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছিলাম। লিটন যদি আরও এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সাথে খেলতে পারত, তাহলে হয়তো আমরা অন্যরকম করতে পারতাম।’