যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএএস) ক্লাব ইন্টার মায়ামি গত কয়েক মৌসুম ধরে লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা করছে। প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে বর্তমান চুক্তি শেষে সামনের মৌসুমে মেসি যোগ দেবেন মায়ামিতে, এমনটি দাবি করেছে আমেরিকান সংবাদমাধ্যম ডিরেক্টটিভি স্পোর্টস।
বার্সেলোনার সাবেক এ অধিনায়ক চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেন। প্যারিসের ক্লাবটির সঙ্গে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে।
পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে ভেড়াতে চায় সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামের কেনা ফ্র্যাঞ্চাইজি ইন্টার মায়ামি। মেসিকে নিতে ফ্র্যাঞ্চাইজির ৩৫ শতাংশ মালিকানাও দিতে রাজি বেকহ্যামের ম্যানেজমেন্ট।
তবে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির এমন দাবি উড়িয়ে দিয়েছে মেসির ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হলেও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
পিএসজির হয়ে ইউরোপে সাফল্যে চান মেসি। সে জন্য দলবদলে আগ্রহী নন সাতবারের ব্যলন ডর জয়ী তারকা এমনটা দাবি তার ম্যানেজমেন্টের।
অন্যদিকে, গত রোববার এক স্প্যানিশ টুইচ চ্যানেলে মেসির বাবা হোর্হে মেসি জানান বার্সেলোনায় ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের।