সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন লঙ্কানদের স্কোরবোর্ডে রান ছিল ২৫৮, বিপরীতে পতন ঘটেছিল ৪টি উইকেটের। দ্বিতীয় দিন ছয় উইকেটে স্কোরবোর্ডে যোগ হয় ১৩৯ রান। সাকিব-নাঈমদের স্পিন তোপে ৩৯৭ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংসের চাকা।
মূলত কিপটে বোলিংয়ের পরিকল্পনাতে সফল হওয়ায় কম রানে সফরকারীদের আটকে দেয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন জাতিয় দলের স্পিনার নাঈম হাসান। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে এমনটাই জানান তিনি।
তিনি বলেন, ‘উইকেটটা আসলে খুবই ভালো। আমাদের রান ছাড়া বোলিং করার প্ল্যানিং ছিল। ওখানে যদি এক রান হয়ে যায়, তাহলে তাতে প্যানিক করা যাবে না। সাকিব ভাই যেমনটা আমাকে বলেছিল। বাউন্ডারি ছাড়া ওভার করার প্ল্যান ছিল।’
উইকেটের ভালো জায়গায় বোলিংয়ের চিন্তা ছিল জানিয়ে তিনি বলে, ‘বেশি ফ্লাইট দিলে বোলিং খারাপ হত। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় একটু জোরে বল করার। আমাদের সবারই চেষ্টা ছিল রান ছাড়া বোলিং করার। লাইন টু লাইন বোলিং করার। উইকেটকে ঠিকভাবে ব্যবহার করার। মেইন ইচ্ছাটাই ছিল রান ছাড়া বোলিংয়ের।’
লঙ্কানদের প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে বিনা উইকেটে ৭৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও সফরকারীদের চেয়ে ৩২১ রানে পিছিয়ে আছে মুমিনুলবাহিনী।