টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাঁচ হাজার রানের মাইলফলকের একেবারে কাছে রয়েছেন। সাগরিকায় লঙ্কানদের বিপক্ষে চলতি টেস্টে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দুই অভিজ্ঞ তারকা।
সাবেক অধিনায়ক মুশফিকের পাঁচ হাজার রান পূর্ণ করতে দরকার ৬৮। অন্যদিকে টাইগার ওপেনার তামিম ইকবালের দরকার ১৫২ রান।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিুকের। এখন পর্যন্ত ৮০ টেস্টের ১৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪,৯৩২ রান করেছেন এই ডান হাতি। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
মুশফিকের জন্য সুযোগটা কাছে হলেও তামিমের জন্য এক ইনিংসে ১৫২ রান তাড়া করা বেশ কঠিন।
৬৫ টেস্টের ১২৫ ইনিংসে ৩৯.৪১ ব্যাটিং গড়ে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪,৮৪৮ রান করেছেন তামিম। মুশফিকের পরই বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান তামিমের।
২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে সর্বশেষ সেঞ্চুরির দেখা পান এই ওপেনার। এরপর খুব বেশি টেস্ট না খেললেও দুই বছরেরও বেশি সময় ধরে টেস্টে সেঞ্চুরি নেই তামিমের।
মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৫৯ টেস্টের ১০৯ ইনিংসে ৪,০২৯ রান করেছেন সাকিব।