চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ছয় উইকেটে ৩২৭ রান।
১৪৭ রানে ক্রিজে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে এক রানে সঙ্গ দিচ্ছেন রমেশ মেন্ডিস।
সাগরিকায় দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাটা নিজেদের হাতেই রেখেছিল শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্ডিমাল দেখেশুনে চালাচ্ছিলেন ব্যাট। ধীরস্থির ব্যাটিংয়ে দুজন মিলে গড়েন ১৩৬ রানের দুর্দান্ত এক জুটি।
দ্বিতীয় ঘণ্টাতেই সেই জুটি ভাঙে নাঈমের কল্যাণে। ৬৬ রান করা চান্ডিমালকে ফিরতে হয় এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এতে করে পতন ঘটে সফরকারীদের পঞ্চম উইকেটের।
চান্ডিমালের বিদায়ের রেশ কাটতে না কাটতেই আবার আঘাত হানেন নাঈম। এবারে তার শিকারে পরিণত হন নিরোশান ডিকভেলা। ৩ রান করে নাঈম হাসানের বলে সরাসরি বোল্ড হন তিনি। এরই মধ্য দিয়ে চতুর্থ উইকেটের কোটা পূরণ হয় নাঈমের।
এর আগে চার উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন লঙ্কানরা।
প্রথম দিন বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছিলেন নাঈম হাসান। সাকিব বাগিয়েছিলেন একটি উইকেট। আরেকটি উইকেট যায় তাইজুল ইসলামের ঝুলিতে।