গত ফেব্রুয়ারিতে ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। মাত্র তিন মাস আগের সেই ম্যাচের কথা সবার জানা। ২২ পেনাল্টির রোমাঞ্চ ছড়িয়ে লিভারপুল জিতে নেয় মৌসুমে প্রথম শিরোপা ।শনিবার যেন সে ম্যাচেরই পুনরাবৃত্তি দেখা গেল ওয়েম্বলি স্টেডিয়ামে। শিরোপা লড়াইয়ে দুই জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ও টমাস টুখেলের চেলসি। ফেব্রুয়ারির সেই ঘটনার যেন প্রতিচ্ছবি দেখছিলেন মাঠে থাকা দর্শক। ৬-৫ গোলে চেলসিকে হারিয়ে লিগ কাপের পর এফএ কাপও ঘরে তুলল অল রেডস।নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দুই দলের তারকাখচিত একাদশের কেউই গোলের দেখা পাননি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্র্রেকারে দুই দলের অন্যতম সেরা দুই তারকা ব্যর্থ হন। লিভারপুলের সাদিও মানে ও চেলসির মেসন মাউন্ট। চেলসির সেসার আসপিলিকুয়েতাও মিস করেন। ৭ শটের মধ্যে দুটি মিস করে চেলসি। একটিতে ব্যর্থ হয় লিভারপুল।এই শিরোপা জেতার সঙ্গে আরও একটি রেকর্ডের দিকে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে মৌসুমে কোয়াড্রুপল জয়ের সম্ভাবনাও টিকিয়ে রাখল অল রেডরা।অন্যদিকে ম্যাচ হেরে চেলসি গড়ে বসে নতুন এক লজ্জার এক রেকর্ড। এ নিয়ে টানা তিন মৌসুমে এফএ কাপের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি দ্য ব্লুজ। টানা তিন মৌসুম এফএ কাপের ফাইনাল হারের রেকর্ড নেই আর কোনো দলের।ম্যাচে লিভারপুলের শিরোপা জয়ের উৎসব কিছুটা ম্লান হয়ে যায় তাদের দুই নির্ভরযোগ্য তারকা ভার্জিল ফন ডাইক ও মোহামেদ সালাহর চোটের কারণে। লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী পরীক্ষার পর জানা যাবে এ দুজনের চোট কতটা গুরুতর।ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে টিকে থাকা লিভারপুল ২৮ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নামবে।তার আগে সাউদাম্পটন ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে তারা লিগের শেষ দুই ম্যাচ খেলবে।
শুট আউট রোমাঞ্চে এফএ কাপ শিরোপা লিভারপুলের
নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দুই দলের তারকাখচিত একাদশের কেউই গোলের দেখা পাননি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।
এ বিভাগের আরো খবর/p>