আগের দিন অ্যাস্টন ভিলাকে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান পয়েন্টে উঠে এসেছিল লিভারপুল। পরদিনই শীর্ষস্থান ফিরে পেল সিটি।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ৫-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে চার গোল করেছেন কেভিন ডি ব্রুইনা। সিটির ৫ নম্বর গোল আসে রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে।
অ্যাওয়ে ম্যাচে সিটিকে ৭ মিনিটের সময় লিড এনে দেন ডি ব্রুইনা। চার মিনিট পর উলভসকে সমতায় ফেরান লিয়্যান্ডার ডেনডঙ্কার। উলভসের সমর্থকরা ভাবছিলেন সিটিকে পুরো ম্যাচে টক্কর দেবে স্বাগতিক দল।
তাদের সে ধারণাকে ভুল প্রমাণ করে উলভসকে কোণঠাসা করে ফেলে সিটি। একের পর এক আক্রমণে প্রথমার্ধে আদায় করে নেয় আরও দুই গোল। ১৬ ও ২৪ মিনিটে স্কোর করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইনা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমায়নি সিটি। তবে একটি গোল কম পেয়েছে তারা। ডি ব্রুইনা ৬০ মিনিটে নিজের ৪ নম্বর গোলটি করেন আর ৮৪ মিনিটে ৫ নম্বর গোলটি আসে স্টার্লিংয়ের পা থেকে।
এ জয়ে ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট লিভারপুলের।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে সিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলে ডি ব্রুইনার ফর্মের কারণে তারা শিরোপা দৌড়ে এগিয়ে আছেন।
গার্দিওলা বলেন, ‘লিগের দ্বিতীয় ভাগে এসে নিখুঁতের চেয়েও ভালো খেলেছে। সে সবাইকে সাহায্য করে। অ্যাসিস্ট করার মানসিকতা তার মধ্যে থাকে সব সময়। কিন্তু এখন সে পূর্ণাঙ্গ। সে গোলও করছে।
‘সে গোল করায় ভূমিকা রাখছে। সে যে শ্রেষ্ঠ তা প্রমাণের জন্য এটাই যথেষ্ট। লিগের এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে চার গোল করাটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে সিটি। আর ২২ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ শেষ করবে গার্দিওলার দল।