১৫ মে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের ঠিক পাঁচ দিন আগে বাংলাদেশ শিবিরে বিনা মেঘে বজ্রপাতের মত হয়ে এল সাকিব আল হাসানের অনুপস্থিতি।
সিরিজে অংশ নিতে মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশে এসে কোভিড টেস্টে পজিটিভ হন তিনি। যার কারণে সাকিব ছিটকে গেছেন সিরিজের প্রথম টেস্ট থেকে।
করোনা প্রোটোকল অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থাকার পর নেগেটিভ না হলেও যোগ দেয়া যাবে দলের সঙ্গে। সে হিসেবেও প্রথম টেস্টে থাকা হচ্ছে না সাকিবের।
সাকিবের না থাকাটা দলের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবি প্রধান।
পাপন বলেন, ‘আমাদের কপাল খারাপ। দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। কয়েকদিন পর আবার পরীক্ষা করব।যে প্রোটোকল আছে সে অনুযায়ী করা হবে। ও না থাকাটা অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। কারণে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল।’
তবে সাকিব না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের সম্ভাবন আছে বলে মনে করেন সভাপতি।
পাপন বলেন, ‘টেস্টে তো আমরা অনেক দূর্বল। সে কারণে এটা বড় সুযোগ ছিল আমাদের। এখনও আছে। দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আশা করছি। আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা যদি খেলতে পারে তাহলে কোনো দলের সঙ্গে আমাদের না জেতার কোনো কারণ নেই।’