বিশ্বকাপ বাছাইপর্বে স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা আপিল কমিটি। উভয় দেশ ম্যাচটি পুনরায় আয়োজন না করার জন্য ফিফার আপিল কমিটির কাছে আবেদন জানিয়েছিল।গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আট মিনিটের সময় ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সির (আনভিসা) সদস্যরা প্রবেশ করেন মাঠে ও রেফারিকে খেলা থামাতে বলেন। তাদের অভিযোগ আর্জেন্টিনা দলের চার খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো ব্রাজিলের কোভিড আইন ভঙ্গ করেছেন ও আনভিসাকে ভুল তথ্য দিয়েছেন।
এরপর বাতিল হয়ে যায় ম্যাচ। এরপর উভয় দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব অতিক্রম করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দেয়। এক বিবৃবিতে ফিফা জানায়, উভয় দলের রিপোর্ট ও পুরো পরিস্থিতি পর্যালোচনা করে আপিল কমিটি ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে। ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে যে ৫ লাখ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছিল তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে করা দুই লাখ সুইস ফ্র্যাংককে এক লাখে নামিয়ে আনা হয়েছে।গত মাসে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, তারা ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশনে এই ম্যাচটির বিপক্ষে আপিল করবে। বাছাইপর্বের ম্যাচটি ছাড়াও ব্রাজিল ও আর্জেন্টিনা জুনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক প্রীতি ম্যাচে অংশ নেবে।