ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জেতার পর উদযাপন করার উপলক্ষ্য পাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই সপ্তাহ আগে শিরোপা নিশ্চিত করার পর টানা দুই ম্যাচ ড্র করেছে তারা।
নিজ মাঠে রোববার রাতে তোয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। পিএসজির হয়ে গোল করেন মার্কিনিয়ো ও নেইমার। নেইমারের আরেকটি গোল বাতিল হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।
দারুণ খেলে তোয়াকে শুরুর ২৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে দেয় পিএসজি। কিন্তু পুরো মৌসুমের মতো ম্যাচে তাদের ভোগায় ভঙুর রক্ষণ। সে সুযোগে ৩০ মিনিটে এক গোল শোধ করেন ইকে উগবো।
দ্বিতীয়ার্ধের শুরু ফ্লোরিয়ান তারদেউর গোলে সমতা ফেরে ম্যাচে। ৫৭ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। এমবাপের বাড়ানো বলে শট নিয়ে গোল করেন নেইমার।কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন। রিপ্লেতে দেখা যায় নেইমারকে পাস দেয়ার আগে তোয়ার খেলোয়াড় পামার ব্রাউনকে ফাউল করেছেন এমবাপে।
ম্যাচ শেষে পিএসজি বস মরিসিও পচেত্তিনো কানাল স্পোর্টকে জানান দলের সবাই কিছুটা হালকা মেজাজে ছিল তাই এ ফল নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।
পচেত্তিনো যোগ করেন, ‘জয় আমাদের প্রাপ্য ছিল। কিন্তু আজ আমাদের তাড়া কম ছিল। শিরোপা জিতে নিয়েছি লক্ষ্য পূরণ হয়েছে। এখন এ প্রতিযোগিতাকে আমাদের সম্মান জানাতে হবে।’
তবে, ম্যাচ শেষে পিএসজি শিবিরের অন্য বিষয়ে চিন্তিত হওয়ার মতো খবর ছিল। এমবাপের মা ফেইজা লামারি এক টুইট বার্তায় গত রাতে জানান ফ্রান্সের মিডিয়ায় আসা পিএসজির সঙ্গে এমবাপের নতুন চুক্তির খবর সঠিক নয়। তার ছেলের সঙ্গে কেউই এখনও যোগাযোগ করেনি।
পিএসজি ও ফ্রান্সের সেরা তারকাকে গত দুই মৌসুম ধরে দলে টানতে চাইছে রিয়াল মাদ্রিদ। সে জন্যে যে কোনো দাম দিতে রাজি তারা।