দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা দল। এক ঘণ্টা দেরিতে দুপুর পৌনে ১টায় ১৮ সদস্যের স্কোয়াড ঢাকায় অবতরণ করে।
নতুন কোচ ক্রিস সিলভারউডের অধীনে এবারের সিরিজটি খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা শ্রীলংকা। টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ।টেস্ট দলে আটটি পরিবর্তন এনে প্রায় নতুন চেহারার দলে নিয়ে এবার বাংলাদেশে আসছে লংকানরা। আটটি পরিবর্তনের মধ্যে নতুন মুখ উইকেটকিপার ব্যাটার কামিল মিশারা, স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, বাঁ-হাতি পেসার দিলশান মাধুশানাকা ও লেগ-স্পিনার সুমিন্দা লাকশান রয়েছেন।টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ওশাদা ফার্নান্দো, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। এবারের সিরিজে বায়ো বাবল থাকবে না বলে নিশ্চিত করেছে বিসিবি। তবে ক্রিকেটারদের বারবার কোভিড পরীক্ষা করানো হবে।
১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল। । দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচের জন্য ঢাকায় অবস্থান করবে শ্রীলংকা। বিকেএসপিতে ১০ ও ১১ মে হবে প্রস্তুতিমূলক ম্যাচ। সফরকারী দল চট্টগ্রাম যাবে ১২মে।২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।