ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেয়ার শাস্তি পেলেন কলকাতা ভিত্তিক সাংবাদিক বোরিয়া মজুমদার। তাকে দুই বছরের জন্য ভারতীয় ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত ফেব্রুয়ারিতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করেন সাহা। সেখানে দেখা যায় সাক্ষাৎকার না দিলে তাকে দেখে নেয়ার হুমকি দেন ওই সাংবাদিক। পরে প্রকাশিত হয় ওই সাংবাদিক কলকাতার বোরিয়া মজুমদার।
বোরিয়া দাবি করেন সাহা তাকে বিপাকে ফেলার জন্য ইচ্ছা করে ওই স্ক্রিনশট বানিয়েছেন। এমন কিছু তিনি বলেননি।
বিসিসিআই তিন সদস্যের একটি প্যানেল গঠন করে ঘটনাটির তদন্তের জন্য। তদন্তে মজুমদারের দোষ প্রমানিত হয়। ফলে বিসিসিআই এর নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো তাকে।
এ নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর তিনি ভারতে আয়োজিত ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ম্যাচের অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন না।
বোর্ডের অধীনে থাকা কোনো খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে পারবেন না। বিসিসিআই বা সহযোগী কোনো সংগঠনের ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না।