ঈদের আমেজে আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সব তারকাই উপভোগ করছেন ঈদের ছুটি। ছুটির ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছে। তিনি লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও শুভেচ্ছা জানাতে বেছে নিয়েছেন ফেসবুককে। তামিম লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘ঈদুল ফিতরে আনন্দ ও খুশি আমাদের সঙ্গী হোক। স্বাভাবিক জীবনের ফেরার পথে এই ঈদ আমরা সবাই নিরাপদে উপভোগ করি।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও অলরাউন্ডার মেহেদী মিরাজও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে।
স্ত্রীর সঙ্গে মুমিনুলের ঈদ পোস্ট। ছবি: ফেসবুক
এ ছাড়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ফেসবুকে নিজের পেইজ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে ভক্তদের জার্সি উপহার দেন এ তারকা ফুটবলার।
বাবার সঙ্গে ঈদের দিন সকালে তাসকিন আহমেদ। ছবি: ফেসবুক