বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌসুমের শেষ দিকে এসে ক্ষুব্ধ টুখেল

  •    
  • ২ মে, ২০২২ ১৬:৫৫

দুই হারের সবশেষটি এসেছে রোববার রাতে রেলিগেশন জোনে থাকা এভারটনের বিপক্ষে। এতে চটেছেন দলের ম্যানেজার টুখেল। ধারাবাহিক না হলে শিরোপা দূরে থাক শীর্ষ চারে থেকে লিগ শেষ করা কঠিন হয়ে যাবে তাদের জন্য অভিমত তার।

টমাস টুখেল দায়িত্ব নেয়ার পর চেলসি জিতে নেয় ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। এরপর লিগ শিরোপার লড়াইয়ের কথা বললেও, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে ওঠেনি লন্ডনের ক্লাবটি। শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে।

এর অন্যতম কারণ ছিল চেলসির মালিকানা বদল। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞার আগেই ক্লাবের মালিকানা ছেড়ে দেন রোমান। প্রায় দুই মাস মালিকশূন্য অবস্থায় আছে চেলসি।

ফলে খেলোয়াড়দের অনিশ্চিয়তা ঘিরে ধরা স্বাভাবিক। এর প্রতিফলনও দেখা গেছে মাঠের খেলায়। শেষ পাঁচ ম্যাচের ২টিতে হেরেছে চেলসি। ড্র করেছে একটিতে।

দুই হারের সবশেষটি এসেছে রোববার রাতে রেলিগেশন জোনে থাকা এভারটনের বিপক্ষে। এতে চটেছেন দলের ম্যানেজার টুখেল। ধারাবাহিক না হলে শিরোপা দূরে থাক শীর্ষ চারে থেকে লিগ শেষ করা কঠিন হয়ে যাবে তাদের জন্য অভিমত তার।

টুখেল বলেন, ‘আমরা নিরাপদ নই। কখনো নিরাপদ থাকা যায় না। শিরোপার লড়াইয়ে থাকি বা সেরা দুই বা সেরা তিন বা চার, এসব কোনো ব্যাপার নয়। সবশেষ চার ম্যাচে কেবল চার পয়েন্ট পেয়েছি, এটা যথেষ্ট নয়।’

মৌসুমের আর বাকি মাত্র ৪ ম্যাচ। সেগুলোতে নিজেদের ছন্দ ফিরে না পেলে সেরা চারে থাকা হবে না শঙ্কা টুখেলের।

তিনি যোগ করেন, ‘নিজেদের সামাল দিতে হবে। এই মুহূর্তে আমরা ভালো খেললেও পয়েন্ট পাচ্ছি না। যেটুকু প্রাপ্য, তা ধরা দিচ্ছে না। মোটামুটি খেললে হেরে যাচ্ছি।’

৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চেলসি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল।

এ বিভাগের আরো খবর